'ভাই, তুমি উত্তর না দক্ষিণ'
'ভাই তুমি উত্তর না দক্ষিণ', 'আমার বাসা তো ধানমণ্ডি রায়েরবাজার, উত্তর না দক্ষিণ বুঝতে পারতেছি না'। ঢাকা সিটি করপোরেশন বিভক্ত করার আইন পাস হওয়ার পর রাজধানীর হাওয়ায় ভাসছে এ জাতীয় নানা সংলাপ? অনেকেই কৌতূহলভরে প্রশ্ন করছেন, 'উত্তর না দক্ষিণ'? নতুন আইনে ঢাকা সিটি করপোরেশন ভাগ করা হলেও রাজধানীবাসীর মনে এ বিভক্তি মূলত ঢাকারই বিভক্তি। তাই উত্তর না দক্ষিণের উত্তর খুঁজে ফেরা। কলেজ শিক্ষার্থী
রূপম। থাকেন রায়েরবাজারে। ফার্মগেট থেকে গুলিস্তান যাওয়ার পথে বাসের ভেতরে আলাপে জানতে চাইলেন,'রায়েরবাজার উত্তরে না দক্ষিণে পড়েছে? আমরা ভাই উত্তর না দক্ষিণ বুঝতে পারতেছি না।' পুরান ঢাকার দয়াগঞ্জের ফারুক হোসেনও জানতে চাইলেন, 'আমরা কি এখন রাজধানীর ভেতরে না বাইরে?' আবুল বাশার নামে ফার্মগেটের ইন্দিরা রোডের একজন বাসিন্দা জবাব দিলেন, 'দক্ষিণে পুরান ঢাকার যে চেহারা, উত্তরই এখন আসল রাজধানী হবে।' পাশ থেকে ওমর ফারুক পলাশ নামে আরেকজন কলেজ শিক্ষার্থী জবাব দিলেন, 'এটা তো নতুন কিছু না। অনেকদিন আগে তো ঢাকা উত্তরে সরে যাচ্ছে। পুরান ঢাকা চারশ বছরের পুরান হয়ে গেছে। ওই এলাকা এখন দর্শনীয় স্থান হিসেবে থাকবে।' শাহবাগে বাস থেকে নামতে নামতে একজন বললেন, 'উত্তর-দক্ষিণ বুঝি না, আমরা সবাই ঢাকার মানুষ। দক্ষিণ বাদ দিয়েও ঢাকা হবে না, উত্তর বাদ দিয়েও ঢাকা হবে না।'
এ ধরনের আলোচনা এখন মহানগরীজুড়ে চলছে। চায়ের টেবিলে, পথের মাঝে যানজটের অবসরে, আড্ডায় একই আলোচনা, 'উত্তর না দক্ষিণ'। প্রেস ক্লাবের সামনে বাসের টিকিট কাটতে কাটতে খিলক্ষেতের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলছিলেন, 'ভাই দক্ষিণে মাল নিতে এসেছিলাম, এখন উত্তরে যাচ্ছি। বোঝেন তো উত্তরে আছে শো-রুম, আর দক্ষিণে আছে গোডাউন।' তার পাশে থাকা মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আলী আহমেদ বললেন, 'দক্ষিণের গোডাউন উত্তরে নেওয়ার জন্যই তো এতকিছু। উত্তরের শো রুম দক্ষিণে নিয়ে আসা কঠিন, দক্ষিণে জায়গা কোথায়?'
ঢাকা সিটি করপোরেশন ভাগ করার আইন পাসের পর সরকারের নীতিনির্ধারকরা বলছেন, ঢাকা সিটি করপোরেশনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, ঢাকাকে ভাগ করা হয়নি। দুই সিটি করপোরেশনের নামের ক্ষেত্রে যেমন ঢাকার সঙ্গে উত্তর আর দক্ষিণ যোগ হয়েছে, তেমনি মানুষের মনের মাঝেও 'ঢাকা'র পরিবর্তে 'উত্তর-দক্ষিণ' শব্দ দুটি যুক্ত হয়ে গেছে।
এ ধরনের আলোচনা এখন মহানগরীজুড়ে চলছে। চায়ের টেবিলে, পথের মাঝে যানজটের অবসরে, আড্ডায় একই আলোচনা, 'উত্তর না দক্ষিণ'। প্রেস ক্লাবের সামনে বাসের টিকিট কাটতে কাটতে খিলক্ষেতের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলছিলেন, 'ভাই দক্ষিণে মাল নিতে এসেছিলাম, এখন উত্তরে যাচ্ছি। বোঝেন তো উত্তরে আছে শো-রুম, আর দক্ষিণে আছে গোডাউন।' তার পাশে থাকা মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আলী আহমেদ বললেন, 'দক্ষিণের গোডাউন উত্তরে নেওয়ার জন্যই তো এতকিছু। উত্তরের শো রুম দক্ষিণে নিয়ে আসা কঠিন, দক্ষিণে জায়গা কোথায়?'
ঢাকা সিটি করপোরেশন ভাগ করার আইন পাসের পর সরকারের নীতিনির্ধারকরা বলছেন, ঢাকা সিটি করপোরেশনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, ঢাকাকে ভাগ করা হয়নি। দুই সিটি করপোরেশনের নামের ক্ষেত্রে যেমন ঢাকার সঙ্গে উত্তর আর দক্ষিণ যোগ হয়েছে, তেমনি মানুষের মনের মাঝেও 'ঢাকা'র পরিবর্তে 'উত্তর-দক্ষিণ' শব্দ দুটি যুক্ত হয়ে গেছে।
No comments