কাপ থেকেও বিদায় চেলসির
এ অবস্থায় শিরোপা জয়ের আশা করাটা হবে বাড়াবাড়ি। আমরা সেটা করছিও না।’ বাজে শুরুর পর লিগ নিয়ে এই হচ্ছে আর্সেন ওয়েঙ্গারের ভাবনা। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা চেলসিরও লিগ শিরোপা জয়ের স্বপ্ন ধূসর। এবার আরেকটি শিরোপা জয়ের আশা শেষ হয়ে গেল লন্ডনের ক্লাব দুটির। আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে লিগ কাপের (কার্লিং কাপ) সেমিফাইনালে পৌঁছে গেছে প্রিমিয়ার লিগের শীর্ষ দল ম্যানচেস্টার সিটি। চেলসিকে ২-০ গোলে হারিয়ে লিভারপুলও শেষ চারে।
আর্সেনালের মাঠ এমিরেটসে ম্যান সিটিকে জিতিয়েছেন সার্জিও আগুয়েরো। ৬০ হাজার দর্শককে স্তব্ধ করে ম্যারাডোনার জামাতা একমাত্র গোলটি করেছেন ৮৩ মিনিটে। আর্সেনালের মাঠে আর্সেনালের বিপক্ষে ম্যান সিটি জিতল ৩৬ বছর পর! তবে আর্সেনালের চেয়ে চেলসির হারটাকেই দেখা হচ্ছে বড় করে। ১০ দিনের ব্যবধানে লিভারপুলের কাছে এটা নীল দলের দ্বিতীয় হার। কেনি ডালগ্লিসের দল দুবারই চেলসিকে হারাল চেলসির মাঠে গিয়ে! গত ২০ নভেম্বর, স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে লিভারপুল লিগে জিতেছে ২-১ গোলে।
স্ট্যামফোর্ডে পরশু আন্দ্রেস ভিলাস-বোয়াসের দলের হার ২-০ গোলে! এমনিতেই ভিলাস-বোয়াস চাপে আছেন। চেলসির তরুণ পর্তুগিজ কোচকে আরও চাপে ফেলে দিল লিভারপুল। স্পষ্ট করে বললে, ম্যাক্সি রদ্রিগেজ ও মার্টিন কেলি। গোল করেছেন এই দুজনই।
তবে রদ্রিগেজ বা কেলির চেয়েও ডালগ্লিসের মুখে ক্রেইগ বেলামির কথা শোনা গেছে বেশি। দুই দিন আত্মঘাতী হওয়া ওয়েলসের কোচ গ্যারি স্পিড ছিলেন বেলামির গুরু। তাঁর মৃত্যুর ৪৮ ঘণ্টা পরই মাঠে নেমে বেলামি খেলেছেন দুর্দান্ত।
ম্যান সিটি, লিভারপুলের সঙ্গে শেষ চারে কার্ডিফ সিটিও। আবেগময় এক রাতে দক্ষিণ ওয়েলসের ক্লাবটি ব্ল্যাকবার্ন রোভার্সকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপের সেমিতে উঠল ৪৫ বছর পর। কাল রাতে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে কি সেমিফাইনালে উঠতে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড?
আর্সেনালের মাঠ এমিরেটসে ম্যান সিটিকে জিতিয়েছেন সার্জিও আগুয়েরো। ৬০ হাজার দর্শককে স্তব্ধ করে ম্যারাডোনার জামাতা একমাত্র গোলটি করেছেন ৮৩ মিনিটে। আর্সেনালের মাঠে আর্সেনালের বিপক্ষে ম্যান সিটি জিতল ৩৬ বছর পর! তবে আর্সেনালের চেয়ে চেলসির হারটাকেই দেখা হচ্ছে বড় করে। ১০ দিনের ব্যবধানে লিভারপুলের কাছে এটা নীল দলের দ্বিতীয় হার। কেনি ডালগ্লিসের দল দুবারই চেলসিকে হারাল চেলসির মাঠে গিয়ে! গত ২০ নভেম্বর, স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে লিভারপুল লিগে জিতেছে ২-১ গোলে।
স্ট্যামফোর্ডে পরশু আন্দ্রেস ভিলাস-বোয়াসের দলের হার ২-০ গোলে! এমনিতেই ভিলাস-বোয়াস চাপে আছেন। চেলসির তরুণ পর্তুগিজ কোচকে আরও চাপে ফেলে দিল লিভারপুল। স্পষ্ট করে বললে, ম্যাক্সি রদ্রিগেজ ও মার্টিন কেলি। গোল করেছেন এই দুজনই।
তবে রদ্রিগেজ বা কেলির চেয়েও ডালগ্লিসের মুখে ক্রেইগ বেলামির কথা শোনা গেছে বেশি। দুই দিন আত্মঘাতী হওয়া ওয়েলসের কোচ গ্যারি স্পিড ছিলেন বেলামির গুরু। তাঁর মৃত্যুর ৪৮ ঘণ্টা পরই মাঠে নেমে বেলামি খেলেছেন দুর্দান্ত।
ম্যান সিটি, লিভারপুলের সঙ্গে শেষ চারে কার্ডিফ সিটিও। আবেগময় এক রাতে দক্ষিণ ওয়েলসের ক্লাবটি ব্ল্যাকবার্ন রোভার্সকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপের সেমিতে উঠল ৪৫ বছর পর। কাল রাতে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে কি সেমিফাইনালে উঠতে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড?
No comments