প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
গত ১লা মে দৈনিক মানবজমিন পত্রিকায় ‘ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির নির্যাতন’ শীর্ষক প্রকাশিত সংবাদের ব্যাখ্যা পাঠিয়েছেন সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর গোয়েন্দা শাখার জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা। তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেছেন, প্রকাশিত সংবাদের যথার্থতা অনুসন্ধানে গিয়ে পাওয়া যায়নি। প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও উল্লেখ করেন, সংবাদে প্রকাশিত মৃত ব্যক্তির নাম সাহেদ (২৮), পিতা মৃত আবু তাহের, সাং- দক্ষিণ মোড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া। যিনি গত ২৮শে ডিসেম্বর ২০১১ তারিখে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ‘মহানগর প্রভাতী’ ট্রেনে চোরাচালানবিরোধী টাস্কফোর্স কর্তৃক আটক হন। ওইদিন টাস্কফোর্সের দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্য কাজে বাধা প্রদান ও উদ্ধারকৃত মালামাল ছিনিয়ে নেয়ার অপরাধে ওই ব্যক্তিসহ মোট ৪ জনকে আটক করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়। এ ক্ষেত্রে বিজিবি কর্তৃক কোন ধরনের নির্যাতনের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়, যার নম্বর ৯৮, তারিখ ২৮শে ডিসেম্বর ২০১১। অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বর্ণিত সাহেদ মাদকাসক্ত ছিলেন, যিনি ৩ মাসের অধিক সময় কারাগারে থাকার পর আনুমানিক ১ মাস পূর্বে জামিনে মুক্ত হয়ে সুস্থ শরীরে তার নিজ বাড়িতে ফিরে যান। পরে মাদকাসক্ত ওই ব্যক্তি ৩০শে এপ্রিল নিজ বাড়িতে অজ্ঞাত কারণে মৃত্যুবরণ করেন।
No comments