বঙ্গবন্ধুর বোন খাদিজা হোসেনের দাফন সম্পন্ন
স্টাফ রিপার্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন খাদিজা হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ভোরে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, ১ ছেলেসহ বহু নাতি-নাতনি, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী মরহুম সৈয়দ হোসেন বাংলাদেশ সরকারের একজন সচিব ছিলেন। খাদিজা হোসেনের মৃত্যু সংবাদ শোনার পর শ্রদ্ধা নিবেদন করতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাসভবনে যান এবং সেখানে দীর্ঘসময় অবস্থান করেন। ধানমন্ডির ৭নং সড়কস্থ মসজিদে মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে বনানী গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। খাদিজা হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ শোক প্রকাশ করেছেন।
No comments