নিউইয়র্কে সন্ত্রাসী হামলা পরিকল্পনাকারী মার্কিন নাগরিক অভিযুক্ত
পাকিস্তানে আল-কায়েদার ক্যাম্পে প্রশিক্ষণপ্রাপ্ত এক মার্কিন নাগরিক আদিস মেদুনজানিনকে (২৮) নিউইয়র্কে সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগে আজ দোষী সাব্যস্ত করেছে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এ খবর দিয়ে অনলাইন হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কুইন্স এলাকার বাসিন্দা আদিসের বিচার শুরু হয়েছিল ৪ সপ্তাহ আগে। ব্রুকলিনের ফেডারেল ডিসট্রিক্ট আদালতে একটি জুরি বোর্ড গঠনের পর তার সে বিচার প্রক্রিয়া শুরু হয়। আদিসের বিরুদ্ধে একাধিক সন্ত্রসী হামলার অভিযোগ প্রমাণিত হয়েছে। দুই বন্ধুর সহায়তায় নিউইয়র্কের গুরুত্বপূর্ণ সাবওয়েগুলোতে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল সে। পরিকল্পনা সফল হলে, এটি হতো ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের পর সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঘটনা। আগামী ৭ই সেপ্টেম্বর মার্কিন ডিস্ট্রিক্ট বিচারপতি জন গ্লিসন অভিযু্ক্ত সন্ত্রাসীর সাজার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। তবে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে আদিসকে। এটি অনেকটাই নিশ্চিত।
No comments