মাগুরায় বিএনপি’র ৫৫ নেতাকর্মীর জামিন
মাগুরা প্রতিনিধি: হরতালে গাড়ি ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত তিনটি মামলায় ইলিয়াস আলীর শ্যালকসহ যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতাকর্মী জামিন পেয়েছেন। গতকাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী শাহেদ হাসান টগর জানান, গত ২৩ ও ২৪শে এপ্রিল হরতাল চলাকালে দুটি ট্রাক ও ১টি মাইক্রোবাসে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে তানজেল হোসেন খান ২৮ জন, মিজানুর রহমান ২০ জন, সুজাদ্দৌলা বাদী হয়ে ৮ জনের নামে দ্রুত বিচার আইনে ৩টি মামলা দায়ের করেন। ৩টি মামলায় মোট ৫৫ আসামির মধ্যে ১টি মামলায় এম ইলিয়াস আলীর শ্যালক যুবদল নেতা শহরের পারনান্দুয়ালী এলাকার আঞ্জুম হাসান সুমনকে প্রধান আসামি করা হয়। গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহারের আদালতে হাজির হয়ে অভিযুক্তরা জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এদিকে এ মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক দাবি করে, জামিনপ্রাপ্তদের নিয়ে শহরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির বিবদমান দুটি গ্রুপ। শহরের মিছিল শেষে সেগুনবাগিচার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি কবির মুরাদ, সাধারণ সম্পাদক আলী আহম্মদ, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শেলি, সদর থানা যুবদল সভাপতি আবু সাইদ আল মামুন। অপরদিকে, ঢাকা রোডে বিদ্রোহী গ্রুপের সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইকবাল আকতার খান কাফুর, ফারুক আহমেদ বাবুল, ফারুকুজ্জামান ফারুক, জেলা যুবদল সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আশারাফুজ্জামান শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কুতুব উদ্দিন প্রমুখ।
No comments