জামিন আবেদন শুনতে বিব্রত আদালত
হরতালের সময় দুই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের আগাম জামিনের আবেদন শুনতে বিব্রত বোধ করেছে হাইকোর্টের বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও এ কে এম শহীদুল হকের বেঞ্চ। বিএনপি নেতাদের পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আজ সকালে হাইকোর্টে গিয়ে বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও এ কে এম শহীদুল হকের বেঞ্চে আগাম জামিনের আবেদন শুনতে অনুরোধ করেন। বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া জানান, এ আবেদন দিনের কার্যতালিকায় না থাকায় শুনানি করা সম্ভব নয়। বিএনপি নেতাদের আইনজীবীদের আবেদনটি কার্যতালিকাভুক্ত করে রোববার আসতে বলেন। এ সময়ে মওদুদ আহমদ বলেন, তাদের আবেদনটি অত্যন্ত জরুরি হওয়ায় শুনানি হওয়া দরকার। পরে বিচারপতি এ কে এম শহীদুল হক আবেদনটি শুনতে বিব্রত বোধ করলে মওদুদসহ বিএনপি নেতাদের আইনজীবীরা আদালত থেকে চলে যান। রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার।
No comments