৭১ সালে কাদের সিদ্দিকী ব্যাংক লুট করেছেন
সরকার দলীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান বলেছেন, ‘কাদের সিদ্দিকী একাত্তর সালে ব্যাংক লুট করেছিলেন। আর নিম্ন পর্যায়ের রাজাকারদের হত্যা করে বীরত্ব দেখিয়েছিলেন।’ সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি একথা বলেন।
আশিকুর রহমান একাত্তর সালে কাদের সিদ্দিকীর ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, “টাঙ্গাইলের জেলা প্রশাসক থাকার কারণে কাদের সিদ্দিকী সম্পর্কে আমি জানি। ব্যাংক লুটই শুধু নয়, রাজাকারদের ধরে এনে তিনি টাকা আদায় করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর সড়ক ও জনপথের উন্নয়নের মালামাল লুটে বাধা দেওয়ার কারণে তৎকালীন সড়ক ও জনপথের কর্মকর্তা মুসাব্বিরকে তুলে নিয়েছিল কাদেরিয়া বাহিনী। ওই সময় ভারতীয় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার ক্লে’র সহায়তায় তাকে আমরা উদ্ধার করি।”
তিনি বলেন, ‘কাদের সিদ্দিকীর উপাখ্যান অনেক ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা হয়েছে। তাকে কে বঙ্গবীর উপাধি দিয়েছিল তাও আমাদের জানা নেই। বলা হয়, পুরো টাঙ্গাইল তার দখলে ছিল। ওই এলাকার জেলা প্রশাসক হিসেবে আমার চোখে এ ধরনের কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি।’
আশিকুর রহমান বলেন, ‘স্বাধীনতার পর তার বাড়ি শান্তিকুঞ্জসহ এ ধরনের সম্পদ কোথা থেকে এলো তা তার ৭১ সালের কর্মকাণ্ড থেকেই বোঝা যায়।’
তিনি বলেন, ‘কাদের সিদ্দিকীর উপাখ্যান অনেক ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা হয়েছে। তাকে কে বঙ্গবীর উপাধি দিয়েছিল তাও আমাদের জানা নেই। বলা হয়, পুরো টাঙ্গাইল তার দখলে ছিল। ওই এলাকার জেলা প্রশাসক হিসেবে আমার চোখে এ ধরনের কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি।’
আশিকুর রহমান বলেন, ‘স্বাধীনতার পর তার বাড়ি শান্তিকুঞ্জসহ এ ধরনের সম্পদ কোথা থেকে এলো তা তার ৭১ সালের কর্মকাণ্ড থেকেই বোঝা যায়।’
No comments