প্রতারণার ফাঁদ-ছয় মাসে টাকা দ্বিগুণ!

রাজশাহীতে ছয় মাসে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতিষ্ঠান কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করছে বলে সমকালের লোকালয় পাতায় গত বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। 'ইজেন ইন্টারন্যাশনাল লিমিটেড' নামের এই প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন ছাড়াই বেআইনিভাবে প্রতারণার মাধ্যমে বিরাট


অঙ্কের অর্থসম্পদ গড়ে তুলছে। হঠাৎ গজিয়ে ওঠা প্রতিষ্ঠানটি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি থেকে নিবন্ধন নিয়েই লাভের প্রলোভন দেখিয়ে দালালদের মাধ্যমে আমানত সংগ্রহে নেমে পড়ে। অথচ সমবায় নিবন্ধন নিয়ে কেবল প্রতিষ্ঠানের সদস্যদের কাছ থেকেই আমানত সংগ্রহ করার বিধান রয়েছে। জনসাধারণের কাছ থেকে যে কোনো ধরনের আমানত সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু প্রতিষ্ঠানটি নিয়মনীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে আমানত সংগ্রহের কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর বলে মনে হচ্ছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, সংগৃহীত আমানত যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে খাটিয়ে প্রাপ্ত বিপুল লাভ থেকে আমানতকারীদের কম সময়ে মোটা অঙ্কের লাভ দেওয়া হয়। সরকারের অর্থনৈতিক ইন্টেলিজেন্স গ্রুপ অবশ্যই তাদের এই বক্তব্য আদৌ সত্য কি-না, নাকি আমানতকারীদের প্রলোভনে ভুলিয়ে গোটা তহবিল নিয়ে সটকে পড়ার পুরনো কৌশল, তা খতিয়ে দেখতে পারে। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া আমানত সংগ্রহ ও আমানতকারীদের নিয়মবহির্ভূত হারে লাভ দেওয়ার প্রলোভন দেখানোর জন্য অবশ্যই এ ধরনের প্রতিষ্ঠানের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত খোঁজখবর নেওয়া উচিত। বিভিন্ন সময় এ দেশে অস্বাভাবিক হারে লাভের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেক আমানত সংগ্রহ করা এবং পরে ওই আমানতের টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে যাওয়ার অনেক ঘটনা ঘটেছে। সরকারের বিলম্বিত পদক্ষেপ গ্রহণের কারণে প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ সর্বস্বান্ত হয়েছে। রাজশাহীর ইজেন ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কেবল বহুমুখী সমবায় সমিতির নিবন্ধন ব্যবহার করে কীভাবে তাদের সদস্যদের বাইরেও সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করছে তা অবিলম্বে সরকারের সংশ্লিষ্ট এজেন্সির তদন্ত করে দেখা ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
 

No comments

Powered by Blogger.