দিনাজপুর জেলা প্রশাসককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে: আটক শিবিরের সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে কাফনের কাপড় পাঠিয়ে দিনাজপুরের জেলা প্রশাসককে হত্যার হুমকি দিয়েছে শিবিরের কথিত সুইসাইড স্কোয়াডের সদস্য সজীব। দিনাজপুর জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ২৭শে ডিসেম্বর ডাকযোগে একটি সাদা কাপড়ে লাল অক্ষরে লেখা এক চিঠিতে দিনাজপুর শহরের বালুবাড়ী মিনার মসজিদ এলাকার কথিত মিজানুর রহমানের ছেলে সজীব নিজেকে শিবিরের সুইসাইড স্কোয়াডের সদস্য দাবি করে শিবিরের আটক সকল নেতা-কর্মীর মুক্তির দাবি করেন। আগামী ৭ দিনের মধ্যে তাদের মুক্তি দেয়া না হলে জেলা প্রশাসককে বোমা মেরে হত্যার হুমকি দেয়া হয় পত্রে। এব্যাপারে জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী ২৯শে ডিসেম্বর দিনাজপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেছেন। যার নম্বর ১৮৮৪।
No comments