ছড়াব্যঞ্জন ১ by রোমেন রায়হান
কাক কুচকুচে কালো, কাক ডাকে কা কা
খরগোশ পাখি দেখে খুব খোঁজে পাখা।
খরগোশ পাখি দেখে খুব খোঁজে পাখা।
গরু রেগে গান গায় গুঁতানোর আগে
ঘুম ঘুম ঘোড়াদের ঘাড় ঘষে বাঘে।
ব্যাঙগুলো ঘ্যাঙ ঘ্যাঙ রঙে রঙিন
ক-খ-গ-ঘ-ঙ শেখা আনন্দহীন!
চিরদিন চুলাচুলি চশমাতে-চাঁদে
ছাগলের বিচ্ছিরি ছায়া আছে ছাদে।
জেব্রা ভেজাল খোঁজে জিরাফের কাজে
ঝোপঝাড়ে ঝাপটায় ঝিঁ ঝিঁ মাঝে মাঝে।
লঞ্চের বেঞ্চিতে কাঞ্চন মিঞা
চ-ছ-জ-ঝ-ঞ শেখে বই খাতা নিয়া।
ঘুম ঘুম ঘোড়াদের ঘাড় ঘষে বাঘে।
ব্যাঙগুলো ঘ্যাঙ ঘ্যাঙ রঙে রঙিন
ক-খ-গ-ঘ-ঙ শেখা আনন্দহীন!
চিরদিন চুলাচুলি চশমাতে-চাঁদে
ছাগলের বিচ্ছিরি ছায়া আছে ছাদে।
জেব্রা ভেজাল খোঁজে জিরাফের কাজে
ঝোপঝাড়ে ঝাপটায় ঝিঁ ঝিঁ মাঝে মাঝে।
লঞ্চের বেঞ্চিতে কাঞ্চন মিঞা
চ-ছ-জ-ঝ-ঞ শেখে বই খাতা নিয়া।
No comments