দিল্লি গণধর্ষণ-পাঁচ আসামিকে কাল অভিযুক্ত করা হবে
দিল্লিতে বাসে গণধর্ষণ ও হত্যা মামলার পাঁচ আসামিকে আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হবে। বিবাদী পক্ষের আইনজীবী এ পি সিং গত বুধবার এ কথা জানান। ষষ্ঠ আসামি 'নাবালক' হওয়ায় তার বিচার হবে কিশোর বিচার আদালতে।
প্রসঙ্গত, দিল্লির সাকেতে অবস্থিত দ্রুতবিচার আদালতে গণধর্ষণ মামলাটির শুনানি চলছে। সরকারপক্ষের কেঁৗসুলিরা জানান, ওই পাঁচ আসামির বিরুদ্ধে তাঁদের কাছে অনেক প্রমাণ আছে। এ ছাড়া আসামিদের কাপড়ে লেগে থাকা ওই তরুণীর রক্তের ডিএনএ পরীক্ষার ফলও তাঁদের কাছে আছে।
এদিকে ধর্ষণ ও সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নগরীর সব সরকারি-বেসরকারি হাসপাতালকে নির্দেশনা দিতে দিল্লি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি মুরুগেসানের নেতৃত্বাধীন বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালত বলেন, কারো জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবার প্রয়োজন হলে সরকারি-বেসরকারি যেকোনো হাসপাতাল তাকে সেবা দেবে। আহত ব্যক্তিকে ফিরিয়ে দিতে পারবে না। ধর্ষণ বা অন্যান্য দুর্ঘটনা, বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে দিল্লির সব সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দিতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হচ্ছে। এ ধরনের ঘটনায় আহতদের ক্ষেত্রে অবশ্যই প্রথমে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। এরপর রোগীর অবস্থা বুঝে তাকে চিকিৎসা দেবে হাসপাতাল। আদালত আরো জানান, এক মাসের মধ্যে সব হাসপাতালকে এ নির্দেশনা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে। ফলে সরকারি-বেসরকারি হাসপাতালে এখন থেকে এ ধরনের ঘটনায় আহতদের চিকিৎসা পাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে। সূত্র : বিবিসি, পিটিআই।
এদিকে ধর্ষণ ও সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নগরীর সব সরকারি-বেসরকারি হাসপাতালকে নির্দেশনা দিতে দিল্লি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি মুরুগেসানের নেতৃত্বাধীন বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালত বলেন, কারো জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবার প্রয়োজন হলে সরকারি-বেসরকারি যেকোনো হাসপাতাল তাকে সেবা দেবে। আহত ব্যক্তিকে ফিরিয়ে দিতে পারবে না। ধর্ষণ বা অন্যান্য দুর্ঘটনা, বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে দিল্লির সব সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দিতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হচ্ছে। এ ধরনের ঘটনায় আহতদের ক্ষেত্রে অবশ্যই প্রথমে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। এরপর রোগীর অবস্থা বুঝে তাকে চিকিৎসা দেবে হাসপাতাল। আদালত আরো জানান, এক মাসের মধ্যে সব হাসপাতালকে এ নির্দেশনা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে। ফলে সরকারি-বেসরকারি হাসপাতালে এখন থেকে এ ধরনের ঘটনায় আহতদের চিকিৎসা পাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে। সূত্র : বিবিসি, পিটিআই।
No comments