সপ্তসিন্ধু

এফবিআই ও মনরো দক্ষ গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও হলিউড তারকা মেরিলিন মনরোর মৃত্যু এখনো রহস্য খোদ যুক্তরাষ্ট্রের কাছেই। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পুরোনো নথি ঘাঁটতে গিয়ে বেরিয়ে এসেছে নতুন কিছু তথ্য। না, মনরোর মৃত্যু নিয়ে নয়।
নথিপত্রে দেখা গেছে, এফবিআই খুব কাছ থেকে মনরোকে সার্বক্ষণিকভাবে নজরদারি করত। এমন সুদক্ষ গোয়েন্দাদের চোখের সামনেই এ তারকা কীভাবে মারা গেলেন, সেটা আসলেই আশ্চর্যের।

অ্যালকোহলবিরোধী আন্দোলনে গান্ধী
এবার ব্রিটিশবিরোধী নয়, অ্যালকোহলবিরোধী আন্দোলনে নামলেন ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী। খবরটা শুনে চমকে ওঠার কিছু নেই। ভারতের ছত্তিশগড়ের একটি কোমল পানীয় কোম্পানি তাদের নিজেদের পণ্যের প্রচারণায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে স্বর্গবাসী গান্ধীকে। তাদের আশা, গান্ধীর ইমেজের কারণেই মানুষ ক্ষতিকর অ্যালকোহল ছেড়ে কোমল পানীয়র দিকে ঝুঁকবে।

পোপ ও টুইটার
পোপ ষোড়শ বেনেডিক্ট টুইট করতে শুরু করেছেন, সে তো বাসি খবর। এক মাস আগে তিনি প্রথমবারের মতো মাইক্রোব্লগ সাইট টুইটারে লিখতে শুরু করেন। সেটি ছিল ইংরেজিতে। এতে প্রায় ২৫ লাখ মানুষ তাঁকে অনুসরণ করছেন। তবে এবার প্রথমবারের মতো লাতিন ভাষায় টুইট করলেন পোপ বেনেডিক্ট। এ বার্তায় তিনি তাঁর অনুসরণকারীদের প্রার্থনা করতে বলেছেন, যাতে খ্রিষ্ট চার্চগুলো আবারও একত্র হতে পারে।

No comments

Powered by Blogger.