প্রবাসের খবর- নিউ ইয়র্কে মাওলানা সাঈদীর মুক্তি দাবিতে প্রতিবাদ সভা by মমিন মজুমদার
জাতীয় যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত প্রতিবাদ সভায় বিতর্কিত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া দেলওয়ার হোসাইন সাঈদীর বিচার নাটক
এবং মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে ফাঁসির রায় প্রত্যাখ্যান করা
হয়েছে।
ওই রায়কে পূর্বনির্ধারিত উল্লেখ করে নেতৃবৃন্দ
বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল এবং দেশের বরেণ্য আলেমদের নাজেহাল
করার উদ্দেশ্যেই ভারতের পদলেহী সরকার তথাকথিত ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে
মূলত ভারতের এজেন্ডাই বাস্তবায়ন শুরু করেছে।
দেশে-বিদেশে বরেণ্য আইনজীবী ও আইনজীবীদের সংগঠন এবং মানবাধিকার সংগঠন ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়ার অস্বচ্ছতার প্রতি অঙ্গুলি নির্দেশ করে এ ধরনের একটি ট্রাইব্যুনাল কর্তৃক আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারকাজ পরিচালনা অসম্ভব বলে অভিমত ব্যক্ত করা সত্ত্বেও সরকার সবকিছু উপেক্ষা করে জাতিকে বিভ্রান্ত ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে।
গত বুধবার সন্ধ্যায় (বাংলাদেশে বৃহস্পতিবার সকালে) নিউ ইয়র্কের ওজন পার্কের বিসমিল্লাহ রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখার সভাপতি চৌধুরী আলম, যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি ও নিউ ইর্য়ক স্টেট বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা বাবর উদ্দিন, হিউম্যানিটি কাব অব আমেরিকার প্রেসিডেন্ট মাওলানা রশীদ আহমদ, শিক্ষাবিদ আবু ওবায়দা, ক্রীড়া সংগঠক মনির হোসেন, মাওলানা নজরুল ইসলাম, রেজাউল করিম সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা এমদাদ উল্লাহ, কমিউনিটি এক্টিভিস্ট খসরুজ্জামান খসরু, আব্দুল কাইয়ুম প্রমুখ।
দেশে-বিদেশে বরেণ্য আইনজীবী ও আইনজীবীদের সংগঠন এবং মানবাধিকার সংগঠন ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়ার অস্বচ্ছতার প্রতি অঙ্গুলি নির্দেশ করে এ ধরনের একটি ট্রাইব্যুনাল কর্তৃক আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারকাজ পরিচালনা অসম্ভব বলে অভিমত ব্যক্ত করা সত্ত্বেও সরকার সবকিছু উপেক্ষা করে জাতিকে বিভ্রান্ত ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে।
গত বুধবার সন্ধ্যায় (বাংলাদেশে বৃহস্পতিবার সকালে) নিউ ইয়র্কের ওজন পার্কের বিসমিল্লাহ রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখার সভাপতি চৌধুরী আলম, যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি ও নিউ ইর্য়ক স্টেট বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা বাবর উদ্দিন, হিউম্যানিটি কাব অব আমেরিকার প্রেসিডেন্ট মাওলানা রশীদ আহমদ, শিক্ষাবিদ আবু ওবায়দা, ক্রীড়া সংগঠক মনির হোসেন, মাওলানা নজরুল ইসলাম, রেজাউল করিম সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা এমদাদ উল্লাহ, কমিউনিটি এক্টিভিস্ট খসরুজ্জামান খসরু, আব্দুল কাইয়ুম প্রমুখ।
No comments