টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত- আটক তিন, অস্ত্র উদ্ধার
জেলার টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মালেক নামে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে দারোগাসহ ৩ পুলিশ সদস্য। লুণ্ঠিত মালামালসহ আটক করা হয়েছে ৩ ডাকাতকে।
রবিবার ভোররাত ৪টায় কক্সবাজারের টেকনাফ উপকূলীয় অঞ্চল নোয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি বন্দুক, ১৩ রাউন্ড গুলি, রামদা ১টি, দামামা ১টি, ৫টি মুখোশ, মোবাইলসেট ১২টি, ২০ হাজার ৮শ’ টাকা উদ্ধার করেছে।পুলিশ জানায়, শুক্রবার টেকনাফের পশ্চিম উপকূলীয় মেরিন ড্রাইভ সড়কে সংঘটিত গণডাকাতির ঘটনায় জড়িত শফিক ও নুর মোহাম্মদ নামের ২ জন ডাকাতকে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তি মতে সংঘটিত ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধারকল্পে পুলিশ রবিবার রাতে ডাকাতের চিহ্নিত আস্তানায় হানা দেয়। ভোররাতে উপকূলীয় নোয়াখালী পাহাড়ী এলাকায় ডাকাতের ওই আস্তানায় অভিযানে গেলে ওঁৎপেতে থাকা ডাকাত সর্দার মালেক পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টাগুলি চালায়। এতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার মালেক ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় পুলিশের এসআইসহ ৩ সদস্য। আহত পুলিশ সদস্যদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
No comments