রেকর্ড কর্নার- পন্টিংবিহীন বক্সিং ডে
আজ নিশ্চয়ই একটু বেশ ফাঁকা ফাঁকা লাগবে রিকি পন্টিংয়ের। মেলবোর্নও পন্টিংকে মিস না করে পারেই না।
১৪ বছর ধরেই যে পন্টিং আর বক্সিং ডে টেস্ট একসূত্রে গাঁথা! ১৯৯৮ সালের পর এই প্রথম বক্সিং ডে টেস্টে নেই পন্টিং। ক্যারিয়ারে শুধু দুবারই খেলতে পারেননি বক্সিং ডে টেস্টে। প্রথমবার ১৯৯৬ সালে, তখনো থিতু হতে পারেননি দলে। ১৯৯৮ সালে খেলতে পারেননি চোটের কারণে। আজ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার ম্যাচ মেলবোর্নে, ৫৭তম বক্সিং ডে টেস্ট, পন্টিং খেলেছেন এর ১৫টিতে। সবচেয়ে বেশি বক্সিং ডে টেস্ট খেলার রেকর্ড এটিই। বক্সিং ডে টেস্টে সবচেয়ে বেশি রানও পন্টিংয়ের (১৩৩৮)। সবচেয়ে বেশি উইকেট শেন ওয়ার্নের (৪৭)। উইকেটের পেছনে সবচেয়ে বেশি ক্যাচ মার্ক বাউচারের (৫৩), উইকেটকিপার ছাড়া বাকি ফিল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ জ্যাক ক্যালিসের (১৯)।
No comments