টেন্ডুলকারের চোখে জল!
শোনা যাচ্ছে, অভিমান থেকেই নাকি সরে দাঁড়িয়েছেন। এত দিন ধরে যে দেশকে এত কিছু দিয়ে গেলেন, সেই দেশে অনেকেই যেন উঠেপড়ে লেগেছে তাঁকে বিদায় করে দেওয়ার জন্য।
অভিমান হওয়ারই কথা। কিন্তু অবসর ঘোষণার পর সবার কাছ থেকে যেমন প্রতিক্রিয়া পেয়েছেন, তাতে নাকি আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি শচীন টেন্ডুলকার। বিশেষ করে, সাধারণ মানুষ যে তাঁর অবদানের কথা ভোলেনি, সেটা দেখে তিনি ভীষণ আবেগতাড়িত। নিজের টুইটারে টেন্ডুলকার লিখেছেন, ‘এতগুলো বছর ধরে, বিশেষ করে গত কয়েক দিনে আপনাদের সবার কাছে যে পরিমাণ ভালোবাসা আর সমর্থন পেয়েছি, সেটির জন্য কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আপনাদের সবার প্রতিক্রিয়া আমার হূদয়ে উচ্ছ্বাস এনে দিয়েছে...কখনো কখনো চোখে জল। ওয়ানডের দীর্ঘ যাত্রার সব কটি জাদুকরি মুহূর্ত আমার কাছে আজীবন থেকে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।’ ওয়েবসাইট।
No comments