বিজয় দিবসের খেলা
হকি: মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল বিমানবাহিনী ৫-২ গোলে হারিয়েছে পুলিশকে। বিমানবাহিনীর গোলদাতা প্রসেনজিৎ, রাসেল, শামীম, জাহিদ ও সাদ্দাম। পুলিশের গোল দুটি করেন সায়েম ও রুবেল।
অন্য ম্যাচে সেনাবাহিনী ৪-২ গোলে জিতেছে নৌবাহিনীর বিপক্ষে। জয়ী দলের সানোয়ার ২টি, রিপন ও মিলন ১টি করে গোল করেন। নৌবাহিনীর গোলদাতা শুভ ও সোহাগ গাজী। বাংলাদেশ হকি ফেডারেশন একাদশ ৭-৩ গোলে জিতেছে বিকেএসপির বিপক্ষে। চয়ন, মিমো ও কৃষ্ণ ২টি করে গোল করেন, জিমির গোল ১টি। বিকেএসপির গোলদাতা খোরশেদ ও আশিক।আর্চারি: পল্টন মাঠে কাল ব্যাম্বো বোয়ের ২০ মিটারের এককে সোনা জিতেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মামুন। মহিলা বিভাগের সোনা বিকেএসপির কানিজ ফাতেমার। পুরুষ বিভাগে দলগত সোনা পেয়েছে ঢাকা আর্মি আর্চারি ক্লাব। মহিলা বিভাগের সোনা বিকেএসপির।
No comments