প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন আজ
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মিলিটারি একাডেমীর (বিএমএ) একটি অনুষ্ঠানে যোগ দিতে আজ বুধবার চট্টগ্রাম আসছেন।
তিনি বিএমএ ক্যাডেটদের পাসিং আউটে সালাম গ্রহণ করবেন। একই দিন তিনি চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ধসে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করবেন। চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সূত্রে এ তথ্য জানানো হয়।চট্টগ্রামের এনডিসি লুৎফর রহমান জানান, প্রধানমন্ত্রী চট্টগ্রামে এলেও তাঁর কোন রাজনৈতিক কর্মসূচি নেই। প্রশাসনের সঙ্গেও কোন বৈঠক বা আলোচনার সিডিউল নেই। তিনি বিএমএ-তে অনুষ্ঠেয় প্যারেডে সালাম গ্রহণ করবেন। বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ধসের ঘটনায় যাঁরা নিহত ও আহত হয়েছেন তাঁদের পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী অনুদানের চেক হস্তান্তর করবেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু জনকণ্ঠকে বলেন, কোন ধরনের রাজনৈতিক কর্মসূচী না থাকায় এ ব্যাপারে আমরা কেন্দ্র থেকে কোন চিঠি পাইনি। গার্ডার ধসে হতাহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদানের আনুষ্ঠানিকতাও হবে মিলিটারি একাডেমীতে। ঐ দিনই তিনি চট্টগ্রাম ত্যাগ করবেন।
No comments