বিকেএসপি থেকে বহিষ্কৃত শ্যুটার তৃপ্তি
সম্ভাবনাময় শ্যুটার হিসেবে নিজেকে তুলে ধরেছেন বেশ আগেই। পেয়েছেন আন্তর্জাতিক সাফল্যও।
কোথায় আরও এগিয়ে যাবেন, উল্টো তাঁর শ্যুটিং-জীবনই হয়ে পড়েছে এলোমেলো। গত এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলীয় সোনাজয়ী তৃপ্তি দত্তকে বহিষ্কার করেছে বিকেএসপি। তাই গতকাল থেকে গুলশান রেঞ্জে শুরু হওয়া পঞ্চম জাতীয় এয়ারগান শ্যুটিংয়ে খেলতে পারছেন না তিনি।তৃপ্তি বিকেএসপির ছাত্রী। সামনে এইচএসসি পরীক্ষা, কিন্তু দিতে পারছেন না। বিকেএসপির কোচ সৈয়দ আসবাব আলী ফয়েজ কাল শ্যুটিং রেঞ্জে দাঁড়িয়ে কারণটা জানালেন, ‘অলিম্পিকের আগে লন্ডনে অনুশীলন শেষে সে আর বিকেএসপিতে রিপোর্ট করেনি। বারবার নোটিশ দিলেও প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভেঙেছে। তাই প্রতিষ্ঠান ওর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।’
তৃপ্তি কাল প্রথম আলোর কাছে দাবি করেছেন, ‘লন্ডন থেকে আসার পর আমি অসুস্থতার কারণে বাইরে ছিলাম। সেই সার্টিফিকেট জমা দিয়েছি। আমার মা অসুস্থ ছিলেন। তা সত্ত্বেও যোগাযোগ করেছি বিকেএসপির সঙ্গে। কিন্তু বিকেএসপি আমাকে বহিষ্কার তো করেছেই, পরীক্ষাও দিতে দিচ্ছে না। আমার প্রতি অন্যায় করা হয়েছে।’
No comments