সেগুন্ডা ‘বি’-এর ক্লাব রিয়াল ওভিয়েদোর মালিকানা আছে প্রিমিয়ার লিগের তিন স্প্যানিয়ার্ডের: চেলসির হুয়ান মাতা, আর্সেনালের সান্তি কাজোরলা, সোয়ানসির মিচুর। কৈশোরের ক্লাবকে দেউলিয়া হওয়া থেকে বাঁচাতেই তিনজন মিলে ক্লাবটি কিনে নেন।
No comments