প্রথম বিভাগ ক্রিকেট
হোসেইন মনার সেঞ্চুরিতে (১০৬) তাসিন হাসিন ক্রিকেট একাডেমি ১০০ রানে হারিয়েছে আজাদ স্পোর্টিংকে।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কাল প্রথমে ব্যাট করে তাসিন হাসিন তোলে ৩০৯ রান। জবাবে ২০৯ রানে অলআউট আজাদ স্পোর্টিং। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে মাগনুম ক্রিকেটার্স (১৬৪/৬) ৪ উইকেটে হারিয়েছে বারিধারা ড্যাজলার্সকে (১৬৩)। বিকেএসপিতে কলাবাগান গ্রিন ক্রিসেন্ট (১৬৩/৯) ১ উইকেটে জিতেছে সূর্যতরুণের বিপক্ষে (১৬২/৯)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে ইস্কাটন সবুজ (১৩৯/১) ৯ উইকেটে হারিয়েছে ওরিয়েন্ট স্পোর্টিংকে (১৩৫)।
No comments