বিশ্ব সিটি দাবার শেষ ষোলোতে ঢাকা
বিশ্ব সিটি দাবার নকআউট পর্বে উঠেছে ঢাকা সিটি।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠানরত টুর্নামেন্টে ৩ পয়েন্ট পেয়ে ‘এ’ গ্রুপে তৃতীয় হয়েছে ঢাকা। তৃতীয় রাউন্ডে ঢাকা (২-২) ড্র করেছে সুইডেনের সঙ্গে। এই ড্রয়ে টুর্নামেন্টের সেরা ষোলোয় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দাবাড়ুরা।পরশু গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ হারিয়েছেন সুইডেনের গ্র্যান্ডমাস্টার গ্রানডেলিয়াস নিলসকে। গ্র্যান্ডমাস্টার টিক্কানেন হানসের সঙ্গে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান এবং গ্র্যান্ডমাস্টার কার্লসন পন্টাসের সঙ্গে ড্র করেছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ। হেরে গেছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান।
No comments