জাতীয় সাইক্লিংয়ে তরিকুলের রেকর্ড
আগের দিন ৪০ কিলোমিটার ম্যাস স্টার্টে সোনা জিতেছেন। জাতীয় সাইক্লিংয়ের দ্বিতীয় দিনে রেকর্ড গড়লেন বিজেএমসির তরিকুল ইসলাম।
কাল পুরুষ বিভাগে ১০০০ মিটার স্প্রিন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন যশোরের সাইক্লিস্ট। এরপর ১৬০০ মিটার টিম ট্রায়ালের দলগত সোনা জেতায় রাখলেন বড় অবদান।বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল তরিকুল সময় নেন ১৪.৯৪ মিনিট। এর আগের রেকর্ডটি ছিল বিজেএমসির ফারুকের, ১৫.১০ মিনিট সময় নিয়ে গত বছর গড়েছিলেন এই রেকর্ড। মহিলাদের ১০০০ মিটার স্প্রিন্টে সোনা বিজেএমসির সোনিয়া ইয়াসমিনের। এই ইভেন্টে রুপা পেয়েছেন বিজেএমসির নাবিলা ইসলাম ও ব্রোঞ্জ ঢাকার ফাতেমা আক্তার।
পুরুষ বিভাগে ১৬০০ মিটার টিম টাইম ট্রায়ালের সোনা জিতেছেন বিজেএমসির ইফতেখারুল, মেহেদী, তরিকুল ও স্বপন। মহিলাদের ১২০০ মিটার টিম টাইম ট্রায়ালের সেরা আকাশী, পারুল, শরীফা ও ফাতেমার দল আনসার। ১০০০ মিটার টাইম ট্রায়ালের সোনা পেয়েছেন বিজিবির রিপন কুমার। রুপা আনসারের ইকরামুলের ও ব্রোঞ্জ বিজেএমসির মোস্তফার। আজ জাতীয় সাইক্লিংয়ের শেষ দিন।
No comments