সৌদিতে শিয়া বিক্ষোভ-মস্কোর মন্তব্যের তীব্র সমালোচনা রিয়াদের

সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশের চলমান অস্থিরতার ব্যাপারে মস্কোর মন্তব্যের কঠোর সমালোচনা করেছে রিয়াদ। সম্প্রতি ওই প্রদেশের কাতিফ শহরে পুলিশের গুলিতে দুই শিয়া বিক্ষোভকারী মারা যান। এ ব্যাপারে গভীর 'উদ্বেগ প্রকাশ' করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকারবিষয়ক কমিশনার কনস্তানতিন দোলগোভ।


একে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে 'মারাত্মক হস্তক্ষেপ' বলে মন্তব্য করেছে সৌদি আরব।
গত ৮ জুলাই সংখ্যালঘু শিয়া মতাবলম্বীদের নেতা শেখ নিমর আল-নিমরকে (৫৩) গ্রেপ্তারের জের ধরে পুলিশের সঙ্গে শিয়া বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। সে সময় পুলিশ গুলিতে দুজন মারা যান। এ ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত সপ্তাহে উদ্বেগ প্রকাশ করা হয়। দোলগোভ সতর্ক করে বলেন, এ ঘটনা সৌদি আরবের 'স্থিতাবস্থার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব' ফেলতে পারে। 'সংঘাতের পথ পরিহার করে পূর্বাঞ্চলের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে' সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান তিনি। 'বাকস্বাধীনতা, শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ও জনগণের একজোট হওয়ার অধিকার নিশ্চিত করার' জন্যও জোর আহ্বান জানান দোলগোভ। এর প্রতিক্রিয়ায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 'দেশের অভ্যন্তরীণ বিষয়ে এটি মারাত্মক হস্তক্ষেপ'। গত শনিবার রাতে দেওয়া ওই বিবৃতিতে দোলগোভের মন্তব্যকে 'অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করা হয়। রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে সৌদি আরব সব সময় দূরে থাকে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ গতকাল রবিবার এ কথা জানায়। এদিকে কাতিফ শহরের একটি আদালত চত্বরে গত শনিবার দিবাগত রাতে কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আদালত চত্বরে গাড়ির রাখার স্থানে বোমা মারা হয়। ঘটনার পেছনে কে বা কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.