রাজশাহী বিশ্ববিদ্যালয়-ছাত্রলীগের গোলাগুলি, একজন গুলিবিদ্ধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার রাতে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে সোহেল রানা নামের এক ছাত্র গুলিবিদ্ধ হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আহমদ আলী ও সাধারণ সম্পাদক আবু হোসাইনের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় গুলির শব্দের পাশাপাশি বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) শাহ গোলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘সোহেল রানা নামের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের একজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা শুনেছি। ঘটনাস্থলে মহানগর পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।’ রাত দেড়টায় তিনি বলেন, পরিস্থিতি শান্ত। পুলিশ ক্যাম্পাস ঘিরে অবস্থান করছে। তবে তখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা কোনো অস্ত্র উদ্ধার হয়নি।
প্রক্টর চৌধুরী মোহম্মদ জাকারিয়া রাত দুইটার দিকে ঘটনাস্থল থেকে জানান, দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে। এখন হলে তল্লাশি চালানো হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আহমদ আলী ও সাধারণ সম্পাদক আবু হোসাইনের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় গুলির শব্দের পাশাপাশি বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) শাহ গোলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘সোহেল রানা নামের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের একজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা শুনেছি। ঘটনাস্থলে মহানগর পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।’ রাত দেড়টায় তিনি বলেন, পরিস্থিতি শান্ত। পুলিশ ক্যাম্পাস ঘিরে অবস্থান করছে। তবে তখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা কোনো অস্ত্র উদ্ধার হয়নি।
প্রক্টর চৌধুরী মোহম্মদ জাকারিয়া রাত দুইটার দিকে ঘটনাস্থল থেকে জানান, দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে। এখন হলে তল্লাশি চালানো হবে।
No comments