‘মুম্বাই হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ অবিশ্বাস্য’
ভারতে পাকিস্তানের নতুন হাইকমিশনার সালমান বশির গতকাল রোববার বলেছেন, মুম্বাই বোমা হামলায় তাঁর দেশের কোনো সংস্থার সম্পৃক্ত থাকার অভিযোগ ‘বিশ্বাসযোগ্য’ নয়। সম্প্রতি জাল পাকিস্তানি পাসপোর্টসহ সৌদি আরব থেকে প্রত্যাবাসনের শিকার জঙ্গি সদস্য আবু জান্দাল মুম্বাই হামলায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের
কর্মকর্তাদের জড়িত থাকা নিয়ে বক্তব্য দেন। তাঁর এই বক্তব্যের জের ধরে নয়াদিল্লি ইসলামাবাদের প্রতি ওই হামলার বিষয়ে আরও ব্যবস্থা গ্রহণের দাবি জানানোর কয়েক দিন পর সালমান বশির ওই মন্তব্য করলেন।
সিএনএন-আইবিএনের ডেভিলস অ্যাডভোকেট প্রোগ্রামকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি হাইকমিশনার বলেন, ‘মুম্বাই হামলার মতো আমাদের সেনা সদর দপ্তর কিংবা আইএসআইয়ের কার্যালয়ও হামলার শিকার হতে পারত। আমি মনে করি, ওই হামলার সঙ্গে পাকিস্তানি রাষ্ট্রীয় সংস্থাগুলোর জড়িত থাকার অভিযোগ অবিশ্বাস্য ও বিস্ময়কর। নিজ জাতীয় স্বার্থের সঙ্গে সংগতি রেখে অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে আমাদের দুই দেশকে এই পরিস্থিতি মূল্যায়ন করতে হবে।’
ভারতের সঙ্গে নতুন করে শান্তিপ্রক্রিয়া শুরুর ব্যাপারে ইসলামাবাদের প্রতিশ্রুতি নিয়ে কোনো প্রশ্ন ওঠার সম্ভাবনা নাকচ করে সালমান বশির বলেন, পাকিস্তানের নেতৃত্ব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আপামর জনগণ মনে করে, উভয় দেশের মধ্যকার সর্বোত্তম সম্পর্ক নিজেদের জাতীয় স্বার্থেই প্রয়োজন। পিটিআই।
সিএনএন-আইবিএনের ডেভিলস অ্যাডভোকেট প্রোগ্রামকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি হাইকমিশনার বলেন, ‘মুম্বাই হামলার মতো আমাদের সেনা সদর দপ্তর কিংবা আইএসআইয়ের কার্যালয়ও হামলার শিকার হতে পারত। আমি মনে করি, ওই হামলার সঙ্গে পাকিস্তানি রাষ্ট্রীয় সংস্থাগুলোর জড়িত থাকার অভিযোগ অবিশ্বাস্য ও বিস্ময়কর। নিজ জাতীয় স্বার্থের সঙ্গে সংগতি রেখে অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে আমাদের দুই দেশকে এই পরিস্থিতি মূল্যায়ন করতে হবে।’
ভারতের সঙ্গে নতুন করে শান্তিপ্রক্রিয়া শুরুর ব্যাপারে ইসলামাবাদের প্রতিশ্রুতি নিয়ে কোনো প্রশ্ন ওঠার সম্ভাবনা নাকচ করে সালমান বশির বলেন, পাকিস্তানের নেতৃত্ব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আপামর জনগণ মনে করে, উভয় দেশের মধ্যকার সর্বোত্তম সম্পর্ক নিজেদের জাতীয় স্বার্থেই প্রয়োজন। পিটিআই।
No comments