স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী-আমরা যুদ্ধজয়ী জাতি, পদ্মা সেতু করা কোনো ব্যাপার না-কাউসার সভাপতি, পঙ্কজ সা. সম্পাদক
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, 'নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা কোনো ব্যাপার না। শুধু সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।' বর্তমানে ১০ বিলিয়ন ডলার রিজার্ভের কথা জানিয়ে তিনি বলেন, 'সেখান থেকে এক বিলিয়ন খরচ করা কোনো ব্যাপার নয়।'
গতকাল বুধবার সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।
যাঁরা পদ্মা সেতু নির্মাণে অর্থের জোগান নিয়ে সংশয় প্রকাশ করছেন তাঁদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'আমি তো হিসাব দিয়েই দিয়েছি। আমাদের ১০ বিলিয়নের ওপর রিজার্ভ আছে। ছয় বিলিয়ন থেকে রিজার্ভ ১০ বিলিয়নে নিয়েছি। সেখান থেকে খরচ করা কোনো বড় বিষয় না।'
স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টার এবং আশপাশের সড়কগুলো ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বেলুন দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়। দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হয় এ সম্মেলন। শেখ হাসিনা সম্মেলনস্থলে উপস্থিত হন দুপুর পৌনে ১২টায়। জয় বাংলা স্লোগানে তাঁকে স্বাগত জানান সারা দেশ থেকে আসা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী ও সমর্থকরা। বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন ২০১২ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের গঠনতান্ত্রিক নেতা শেখ হাসিনা। অনুষ্ঠানে দলীয় সংগীত, থিম সং ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা। সংগঠনের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফুল, ক্রেস্ট, প্রকাশনা ও দলীয় সংগীতের সিডি উপহার এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
শেখ হাসিনা বলেন, 'কারো কাছে মাথা নত না করে নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ করা হবে। যারা ভেবেছিল পদ্মা সেতুতে দুর্নীতির কথা বলে আমাদের মুখে কালিমা লেপন করবে, তারা যে কত বড় ভুল করেছে, তা প্রমাণ হয়েছে।' কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ না করে আওয়ামী লীগ সভাপতি বলেন, 'তারা ভেবেছিল জনগণ থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেবে। বরং জনগণ আমাদের পাশে দাঁড়িয়েছে। এতটুকু অন্যায় করলে মানুষ বুঝত। মানুষের কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না।'
বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, 'যেখানে অর্থই দেয়নি, সেখানে দুর্নীতি হয় কিভাবে? কার খাতিরে তারা দেশের মানুষের সঙ্গে প্রতারণা করল। এর রহস্য কী- সেটাই প্রশ্ন। জানি, তারা অনেক শক্তিশালী। তবে যে অপরাধ করিনি, সে অপবাদ কেন মেনে নেব? যে অন্যায় করিনি, সে অপবাদ দিলে তা কোনো দিনও মেনে নেব না। বিএনপির দুর্নীতির কারণে বিশ্বব্যাংক যোগাযোগ ও বিদ্যুৎ খাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। তাই বলে কি উন্নয়ন হয়নি? আমরা রাস্তাঘাট করিনি, বিদ্যুৎ উৎপাদন বাড়াইনি?'
শেখ হাসিনা বলেন, 'পদ্মা সেতু আমরা করবই। আমরা কারো কাছে হাত পাততে চাই না। আমরা যুদ্ধ করে বিজয়ী জাতি। আমরা গর্বিত জাতি। আমরা নিজেদের পয়সায় পদ্মা সেতু করব। নিজস্ব অর্থায়নে দেশের এই বৃহত্তম সেতুর কাজ শুরু করার পর কেউ ঋণ দিতে চাইলে, তা যাচাই-বাছাই করেই নেওয়া হবে।'
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারই পদ্মা সেতু নির্মাণ করবে জানিয়ে শেখ হাসিনা বলেন, 'দেশবাসী যেন আবার জাগ্রত হয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে। আমরা লুটপাট করতে আসিনি। আমরা জনগণের সেবা করতে এসেছি। চুরি করা ছাড়া কোনো কাজ করা যায়, তা বিএনপি ভাবতেই পারে না।'
বিডিআর বিদ্রোহের রহস্য 'আস্তে আস্তে বের হচ্ছে' মন্তব্য করে শেখ হাসিনা বলেন, 'বিডিআর মিউটিনির আগেই বিএনপি নেত্রী কালো কাচের গাড়িতে করে তাঁর ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সকাল সাড়ে ৯টায় ঘটনা, আর তিনি সকাল ৭টায় বেরিয়ে গেলেন। এরপর তিনি আড়াই মাস ক্যান্টনমেন্টের বাড়িতে ফেরেন নাই। এই বিচার বন্ধ করতে কারা সোচ্চার? কারা কোর্টে আপিল করেছে? তার পরিচয় কী? ওই আইনজীবীর রাজনৈতিক পরিচয় কী, তা বের করেন। তা হলেই সব পরিষ্কার হয়ে যাবে।'
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'এমন কোনো সেক্টর নেই যে আমরা উন্নয়ন করিনি। আমরা যে ওয়াদা করেছি তার চেয়ে বেশি কাজ করেছি।'
বর্তমান সরকারের সময়ে উপনির্বাচন, সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার পর্যায়ের প্রায় পাঁচ হাজার ২০০ নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে, তা আমরা প্রমাণ করেছি।'
স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জনগণের কল্যাণে নিয়ম-শৃঙ্খলা মেনে সবাইকে নিয়ে কাজ করতে হবে। দেশের সেবা করতে হবে। মানুষের জন্য ত্যাগ স্বীকার করতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছার।
সম্মেলনের প্রথম অধিবেশনে আরো বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ। শোক প্রস্তাব পাঠ করেন দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল।
যাঁরা পদ্মা সেতু নির্মাণে অর্থের জোগান নিয়ে সংশয় প্রকাশ করছেন তাঁদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'আমি তো হিসাব দিয়েই দিয়েছি। আমাদের ১০ বিলিয়নের ওপর রিজার্ভ আছে। ছয় বিলিয়ন থেকে রিজার্ভ ১০ বিলিয়নে নিয়েছি। সেখান থেকে খরচ করা কোনো বড় বিষয় না।'
স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টার এবং আশপাশের সড়কগুলো ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বেলুন দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়। দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হয় এ সম্মেলন। শেখ হাসিনা সম্মেলনস্থলে উপস্থিত হন দুপুর পৌনে ১২টায়। জয় বাংলা স্লোগানে তাঁকে স্বাগত জানান সারা দেশ থেকে আসা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী ও সমর্থকরা। বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন ২০১২ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের গঠনতান্ত্রিক নেতা শেখ হাসিনা। অনুষ্ঠানে দলীয় সংগীত, থিম সং ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা। সংগঠনের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফুল, ক্রেস্ট, প্রকাশনা ও দলীয় সংগীতের সিডি উপহার এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
শেখ হাসিনা বলেন, 'কারো কাছে মাথা নত না করে নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ করা হবে। যারা ভেবেছিল পদ্মা সেতুতে দুর্নীতির কথা বলে আমাদের মুখে কালিমা লেপন করবে, তারা যে কত বড় ভুল করেছে, তা প্রমাণ হয়েছে।' কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ না করে আওয়ামী লীগ সভাপতি বলেন, 'তারা ভেবেছিল জনগণ থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেবে। বরং জনগণ আমাদের পাশে দাঁড়িয়েছে। এতটুকু অন্যায় করলে মানুষ বুঝত। মানুষের কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না।'
বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, 'যেখানে অর্থই দেয়নি, সেখানে দুর্নীতি হয় কিভাবে? কার খাতিরে তারা দেশের মানুষের সঙ্গে প্রতারণা করল। এর রহস্য কী- সেটাই প্রশ্ন। জানি, তারা অনেক শক্তিশালী। তবে যে অপরাধ করিনি, সে অপবাদ কেন মেনে নেব? যে অন্যায় করিনি, সে অপবাদ দিলে তা কোনো দিনও মেনে নেব না। বিএনপির দুর্নীতির কারণে বিশ্বব্যাংক যোগাযোগ ও বিদ্যুৎ খাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। তাই বলে কি উন্নয়ন হয়নি? আমরা রাস্তাঘাট করিনি, বিদ্যুৎ উৎপাদন বাড়াইনি?'
শেখ হাসিনা বলেন, 'পদ্মা সেতু আমরা করবই। আমরা কারো কাছে হাত পাততে চাই না। আমরা যুদ্ধ করে বিজয়ী জাতি। আমরা গর্বিত জাতি। আমরা নিজেদের পয়সায় পদ্মা সেতু করব। নিজস্ব অর্থায়নে দেশের এই বৃহত্তম সেতুর কাজ শুরু করার পর কেউ ঋণ দিতে চাইলে, তা যাচাই-বাছাই করেই নেওয়া হবে।'
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারই পদ্মা সেতু নির্মাণ করবে জানিয়ে শেখ হাসিনা বলেন, 'দেশবাসী যেন আবার জাগ্রত হয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে। আমরা লুটপাট করতে আসিনি। আমরা জনগণের সেবা করতে এসেছি। চুরি করা ছাড়া কোনো কাজ করা যায়, তা বিএনপি ভাবতেই পারে না।'
বিডিআর বিদ্রোহের রহস্য 'আস্তে আস্তে বের হচ্ছে' মন্তব্য করে শেখ হাসিনা বলেন, 'বিডিআর মিউটিনির আগেই বিএনপি নেত্রী কালো কাচের গাড়িতে করে তাঁর ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সকাল সাড়ে ৯টায় ঘটনা, আর তিনি সকাল ৭টায় বেরিয়ে গেলেন। এরপর তিনি আড়াই মাস ক্যান্টনমেন্টের বাড়িতে ফেরেন নাই। এই বিচার বন্ধ করতে কারা সোচ্চার? কারা কোর্টে আপিল করেছে? তার পরিচয় কী? ওই আইনজীবীর রাজনৈতিক পরিচয় কী, তা বের করেন। তা হলেই সব পরিষ্কার হয়ে যাবে।'
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'এমন কোনো সেক্টর নেই যে আমরা উন্নয়ন করিনি। আমরা যে ওয়াদা করেছি তার চেয়ে বেশি কাজ করেছি।'
বর্তমান সরকারের সময়ে উপনির্বাচন, সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার পর্যায়ের প্রায় পাঁচ হাজার ২০০ নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে, তা আমরা প্রমাণ করেছি।'
স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জনগণের কল্যাণে নিয়ম-শৃঙ্খলা মেনে সবাইকে নিয়ে কাজ করতে হবে। দেশের সেবা করতে হবে। মানুষের জন্য ত্যাগ স্বীকার করতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছার।
সম্মেলনের প্রথম অধিবেশনে আরো বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ। শোক প্রস্তাব পাঠ করেন দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল।
No comments