রেইনকোট পেলেন আরও ২০১ জন

প্রথম আলোর উদ্যোগে আরও দুই শতাধিক সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে।গতকাল বুধবার রেইনকোট হাতে পেয়ে দিনাজপুরের সদরপুর উপজেলার তাজপুর গ্রামের বিক্রয়কর্মী আবদুস সামাদ (৬৫) বলেন, ‘বাপু, ৩০ বছরতে হকারি করেছোঁ।


বর্ষার সমত পানিত ভিজি জ্বর, মাথার বেদেনা শরীলত নিয়া পেপার বিলি করি আইছি। প্রথম আলোর এ “এইন কোট” পাই হামার হকারের ঘরে সেই কষ্ট ঘুচিলি বাহে।’
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: গতকাল সকালে সদর ছাড়াও বিরল, কাহারোল, চিরিরবন্দর ও বোচাগঞ্জ উপজেলার ১৪৩ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। দিনাজপুর প্রেসক্লাবে এসব রেইনকোট বিতরণের সময় প্রথম আলোর উৎপাদন ও বিপণন বিভাগের প্রধান রিফাত আবদুল্লাহ শেখ, বগুড়ার আঞ্চলিক বিক্রয় নির্বাহী মো. জাকির হোসাইন, প্রথম আলোর দিনাজপুরের এজেন্ট মো. আমিনুল হক, মো. আবদুল মজিদ, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি ছবিলাল সরকার, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল বিরামপুর উপজেলার ২০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। প্রথম আলোর বিক্রয় প্রতিনিধি আবু হোসেনের পত্রিকা বিক্রয়কেন্দ্রে এসব রেইনকোট বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর বিরামপুর উপজেলা প্রতিনিধি এ এস এম আলমগীরসহ অনেকে।
একই দিন ঘোড়াঘাট উপজেলার পাঁচজন বিক্রয়কর্মীকেও রেইনকোট দেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ উপজেলা সদরের ১২ জনের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়।
গাইবান্ধা: গতকাল বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রেসক্লাব চত্বরে ১৪ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ সময় গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান, সংবাদপত্র এজেন্ট বিষ্ণু নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
বগুড়া: সোনাতলা উপজেলার সাতজন সংবাদপত্র বিক্রয়কর্মীকে গতকাল বিকেলে রেইনকোট দেওয়া হয়েছে। এ সময় আঞ্চলিক বিক্রয় নির্বাহী মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.