দেবহাটায় মাদকের হাট-মরণনেশার ব্যবসা কেন?
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা কার্যত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিরাপদ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে এলাকার যুবসমাজ খুব সহজেই নেশাগ্রস্ত হয়ে পড়ছে। বাড়ছে নানা রকম অপরাধ। এভাবে চলতে থাকলে অচিরেই গোটা উপজেলার কর্তৃত্ব অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যাবে বলে শঙ্কা রয়েছে।
এ ব্যাপারে গত মঙ্গলবার সমকালের লোকালয় পাতায় এক শঙ্কা জাগানিয়া রিপোর্ট প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক ধরনের গোপন সমঝোতার ভিত্তিতেই পরিচালিত হয় জাতির ভবিষ্যৎ ধ্বংসকারী মরণনেশার ব্যবসা। ফেনসিডিল, গাঁজা থেকে শুরু করে প্রায় সব রকমের মাদক এখানে অনেকটা প্রকাশ্যেই বিক্রি হতে দেখা যায়। আইন-শৃঙ্খলা দেখার দায়িত্বে নিয়োজিত কর্তাব্যক্তিরা নিজেদের ব্যর্থতায় হোক আর এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার বিষয়টি গোপন করার স্বার্থেই হোক, উপজেলায় দেদার মাদক ব্যবসা চলার অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু স্থানীয় জনসাধারণ বলছে ভিন্ন কথা। স্থানীয় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ী ও সেবীদের অর্থের লেনদেন থাকার অভিযোগ করেছে তারা। এ কারণেই মাদক ব্যবসায়ীরা গোটা উপজেলাকে তাদের মাদক ব্যবসার কেন্দ্রে পরিণত করতে পেরেছে। নির্বিবাদে মাদক সেবন বা গ্রহণ করা যায় বলে দূরদূরান্ত থেকে এমনকি জেলা সদর ও অন্য উপজেলা থেকেও মাদকসেবীরা এখানে ভিড় জমাচ্ছে। এলাকার সচেতন মহল মনে করে, এভাবে মাদক ব্যবসা চলতে দিলে শুধু দেবহাটা উপজেলা নয়, পার্শ্ববর্তী উপজেলাগুলো, এমনকি জেলা সদরও এই সর্বনাশা মরণনেশার ছোবলে আক্রান্ত হবে। আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে মাদক ব্যবসাকে পুরোপুরি নিমর্ূূল করা সম্ভব নয়। তবে কঠোর ব্যবস্থা নিয়ে এর প্রকোপ কমিয়ে আনা যায়, নিয়ন্ত্রণ করা যায়। এর সঙ্গে সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড চালালে মাদকের ব্যবহার নিমর্ূূল করা যায়। আমরা দেবহাটাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সেবন বন্ধ করার ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যুবসমাজকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই। আমরা দেবহাটার পুলিশ প্রশাসনের কাছ থেকে উপজেলায় মাদক ব্যবসা বন্ধে ত্বরিত পদক্ষেপ আশা করছি।
No comments