অ্যাসাঞ্জের বিষয়ে কোনো চাপ মানবে না ইকুয়েডর

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় অনুমোদনের ব্যাপারে যুক্তরাজ্য, সুইডেন বা যুক্তরাষ্ট্রের কোনো চাপ মেনে নেবে না ইকুয়েডর। দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোররেয়া এ ঘোষণা দিয়েছেন।
গত মঙ্গলবার ইকুয়েডরের টেলিভিশন চ্যানেল আরটিএস-কে দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।


সাক্ষাৎকারে কোররেয়া বলেন, 'যদি প্রয়োজন পড়ে তবে আমরা প্রত্যেকের সঙ্গে আলোচনা করব, কিন্তু অস্ট্রেলিয়ান নাগরিক অ্যাসাঞ্জকে আশ্রয় দেওয়ার ব্যাপারে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব।' গত মাস থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন বিশ্বব্যাপী হৈচৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ধর্ষণের অভিযোগে সুইডেনে প্রত্যর্পণ ঠেকাতে তিনি ইকুয়েডরের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
প্রেসিডেন্ট কোররেয়া বলেন, লন্ডন, স্টকহোম ও ওয়াশিংটনের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে। কিন্তু অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কি না, এ ব্যাপারে তাদের নির্দেশনা মেনে নেওয়া ইকুয়েডরের উচিত হবে না। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জ সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে পারেন_শুধু এ আশঙ্কাই অ্যাসাঞ্জের আবেদন গ্রহণ করার জন্য যথেষ্ট। সূত্র : রয়টার্স।

No comments

Powered by Blogger.