পাকিস্তানে সেনা ও সরকারি স্থাপনায় হামলার হুমকি

পাকিস্তানের সেনা ও সরকারি স্থাপনায় আরও হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে জঙ্গিরা। গত সোমবার সেনাঘাঁটিতে যেভাবে হামলা চালানো হয়েছে, একই কায়দায় এসব হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে সে দেশের তালেবান-সংশ্লিষ্ট একটি জঙ্গিগোষ্ঠী।


গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার দেশটির গণমাধ্যমের এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়।
এক্সপ্রেস ট্রিবিউনের ওই খবরে বলা হয়, গত সোমবার পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরের কাছে হামলা চালানো ওই সেনাঘাঁটি থেকে একটি প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। ওই প্রচারপত্রে বলা হয়েছে, আফগানিস্তানে অবস্থারত ন্যাটো সেনাদের জন্য রসদ সরবরাহে পাকিস্তানের মাটি ব্যবহার বন্ধ না করা হলে আরও হামলা চালানো হবে।
অন্য একটি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, তেহরিক-ই-তালেবান পাকিস্তান-সংশ্লিষ্ট জঙ্গিরা সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা করছে।
খবরে বলা হয়, সোমবার হামলার পর নিবন্ধনহীন একটি মোটরসাইকেল থেকে সময়-নিয়ন্ত্রিত একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ ছাড়া হামলাস্থলের অদূরে একটি ঝোপে গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গত সোমবারের ওই হামলায় সাতজন সেনা ও পুলিশের এক সদস্য নিহত হন। পিটিআই।

No comments

Powered by Blogger.