পাঠক সংখ্যা-ডাইনি ডাক্তার!

একদিন আমি আর ডাক্তার শারমীন ম্যাডাম হাসপাতালের নির্দিষ্ট কক্ষে বসে আছি। রোগী দেখা শেষ করে ম্যাডাম একটা গাইনকোলজি বইয়ের পাতায় চোখ বোলাচ্ছিলেন। ম্যাডাম গাইনিতে এফসিপিএস পার্ট-১ শেষ করেছেন। হঠাৎ হন্তদন্ত হয়ে একজন মহিলা এসে রুমে ঢুকেই বললেন, ‘মুই একটা ডাইনি ডাক্তার দ্যাহামু!’ ভাবলাম ভুল শুনেছি, তাই জিজ্ঞেস করলাম, ‘কী ডাক্তার?’ মহিলা এবার আরও জোরে বললেন, ‘ডাইনি ডাক্তার, মোর ভাবি কইছে,


হাসপাতালে একজন ডাইনি ডাক্তার আছে, হ্যারেই দ্যাহামু।’ ম্যাডাম ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে আছেন রোগীর দিকে। এ ধরনের সম্বোধন তিনি জীবনে এই প্রথম শুনলেন কিনা, তাই। আর আমি খুব কষ্টে হাসি চেপে রাখলাম। কিছুটা সময় লাগল পরিস্থিতি স্বাভাবিক হতে। এরপর ম্যাডাম খুব সুন্দরভাবে রোগীকে বললেন, ‘আমিই সেই ডাক্তার।’ তিনি রোগী দেখে ব্যবস্থাপত্র দিলেন। রোগী যাওয়ার পর ম্যাডাম বললেন, ‘মেরিনা, ডাইনি ডাক্তার হওয়ার জন্য কত পড়াশোনা করছি। কবে নাগাদ যে পার্ট-২ শেষ করে সম্পূর্ণ এক ডাইনি ডাক্তার হতে পারব, আল্লাহই জানেন।’ এবার দুজন মিলে খুব হেসে নিলাম।
 মেরিনা ইয়াসমিন
কাউনিয়া প্রধান সড়ক, বরিশাল।

No comments

Powered by Blogger.