নির্যাতনের শিকার শিক্ষক-পরিবারের পাশে ব্র্যাক
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে প্রভাবশালী মহল কর্তৃক অব্যাহত হয়রানির শিকার শিক্ষক-পরিবারকে আইনি সহায়তার আশ্বাস দিয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক। সংশ্লিষ্ট সূত্র জানায়, আইন অধিকার পাতার গত সংখ্যায় প্রকাশিত ‘এক শিক্ষক-পরিবারকে হয়রানি’ করার অভিযোগসংক্রান্ত প্রতিবেদনটি
ব্র্যাকের ঢাকার প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট মানবাধিকার ও আইন-সহায়তা বিভাগের নজরে আসে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ঘটনার খোঁজখবর নেওয়াসহ নির্যাতিত পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার বিষয়ে নেত্রকোনার আঞ্চলিক কার্যালয়কে নির্দেশ দেয়। এরই পরিপ্রেক্ষিতে ব্র্যাকের কেন্দুয়া কার্যালয়ের কর্মকর্তা হিতেশ কুমার রায় গত সোমবার বিকেলে ওই এলাকায় ছুটে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্র্যাকের কর্মকর্তা বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এলাকায় গিয়ে নির্যাতিত পরিবারটির ব্যাপারে খোঁজখবর নিয়েছি। সে সঙ্গে এ ঘটনায় তাদের সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।’
No comments