কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ, মতবিনিময়

সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। প্রতিদিনই তাঁরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। সরফরাজ কাদের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সরফরাজ কাদেরের সমর্থনে গত ৩০ মে বন্দরটিলা আলীশাহনগর এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মো. মনির হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন নুরুজ্জামান, মো. রফিক, দেলোয়ার হোসেন, মো. জাবেদ আনসারি, জিল্লুর রহমান প্রমুখ। বক্তারা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী নির্বাচনে মঞ্জুর আলম ও সরফরাজ কাদেরকে নির্বাচিত করার আহ্বান জানান।

নাজমুল হক
২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাজমুল হক গত ৩১ মে চারিয়াপাড়া ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. আসলাম সওদাগর, আলম সওদাগর, নজির আহমেদ, অলি কোম্পানি প্রমুখ।

গোলাম মোস্তফা
৪ নম্বর চান্দগাঁও ফরিদারপাড়ায় কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা সম্প্রতি এলাকায় গণসংযোগ করেছেন। তিনি বলেন, ‘আমার স্বপ্ন এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা। আমি সবার কাছে দোয়া চাই।’ এ সময় আবুল কাশেম, মো. ইসমাইল, মো. ইউসুফ, মো. নোমান, দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

মোবারক আলী
রউফাবাদ উন্নয়ন আন্দোলন পরিষদের উদ্যোগে পশ্চিম ষোলশহর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মোবারক আলীর সমর্থনে গত ৩১ মে পরিষদ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। মো. মনিরের সভাপতিত্বে সভায় মো. মাহাবুব, আব্দুল্লাহ আল মামুন, শাকিল মাহমুদ, মো. কোরবান প্রমুখ বক্তব্য দেন।
এদিকে, মো. মোবারক আলী সম্প্রতি নগরের বার্মা বাস্তুহারা কলোনিতে গণসংযোগ ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ‘আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, থাকব।’
তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মো. আবদুল গফুর, মো. আলী এরশাদ, মো. দানু মিয়া, মো. মোখলেসুর রহমান, মো. খুরশীদ আলম প্রমুখ।

রেখা চৌধুরী ও অশ্রু চৌধুরী
মহিলা পরিষদ জেলা কমিটি সিটি করপোরেশন নির্বাচনে মহিলা কাউন্সিলর প্রার্থী রেখা চৌধুরী ও অশ্রু চৌধুরীকে সমর্থন জানিয়েছে। এ উপলক্ষে গত ২৮ মে জেলা কমিটির সভাপতি লতিফা কবিরের সভাপতিত্বে সংগঠনের জেলা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সুগতা বড়ুয়া, রমা মুহুরী, রওশন আরা ইউসুফ, পূর্বা দাশ, জেচিন্তা ডায়েস প্রমুখ।
সভায় বক্তারা পরীক্ষিত নারী নেত্রীদ্বয়কে নির্বাচিত করার আহ্বান জানান।
৫ নম্বর সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী চট্টগ্রাম মহিলা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রেখা চৌধুরী লালখান বাজার ওয়ার্ড ডেবারপাড়ে গণসংযোগ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন এমদাদুল্লাহ সেলিম, অমৃত বড়ুয়া, নুরচ্ছাফা ভূঁইয়া, মো. জাকির হোসেন, রুবেল বড়ুয়া প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ এলাকার পানি সমস্যা ও বস্তিবাসী জনগোষ্ঠীর পুনর্বাসন নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

মোহাম্মদ সেলিম
৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সেলিমের সমর্থনে মতবিনিময় সভা গত ৩১ মে বন্দরটিলা সমমনা ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মো. নাছির উদ্দিন শাহের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ওমর ফারুক, আমিনুল হক চৌধুরী, মাজহারুল হক প্রমুখ। প্রধান অতিথি বলেন, মো. সেলিম নির্বাচিত হলে এলাকায় শান্তি উন্নয়ন ও পরিবর্তনের লক্ষ্যে কাজ করবেন।
তিনি সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মো. সেলিম ও মেয়র পদে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে রায় দেওয়ার আহ্বান জানান।

বিজয় কুমার চৌধুরী
২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিজয় কুমার চৌধুরী গত ৩০ মে মোমিন রোড, রহমতগঞ্জ, সিঅ্যান্ডবি কলোনি এলাকায় গণসংযোগ করেন। তিনি জামালখানের প্রত্যাশিত উন্নয়নের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সৎ ও যোগ্য ব্যক্তিকে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, মুহিবুল্লাহ হক, মঞ্জুর মোরশেদ চৌধুরী, খোরশেদুল আলম, মো. শাহজাহান, হাফেজ আহমদ প্রমুখ।

মো. শাহজাহান
৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শাহজাহান সম্প্রতি বাদুরতলা এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন মো. মহিউদ্দিন, কাজী নুরুল আলম, নুরুল আলম, খোরশেদ আলম, মো. সেলিম, আবদুল মান্নান, মো. আলমগীর, মো. মহিউদ্দিন প্রমুখ। একই সময়ে তিনি বাদুরতলা মহল্লার এলাকাবাসী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়নের জন্য এলাকাবাসীর সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ফয়েজ আহমদ
২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাবেক কমিশনার ফয়েজ আহমদ বলেছেন, ‘আপনাদের পাশে ছিলাম। আগামীদিনেও ভোটারদের রায় নিয়ে আরও বেশি সেবা করতে চাই।
আপনারা আমাকে সহযোগিতা করুন।’ তিনি ৩১ মে সন্ধ্যায় নিজ বাসভবনে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মোজাহেরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মো. নুরুন্নবী, এয়াকুব কমান্ডার, আবুল কাশেম, মো. এয়াকুব, নিয়াজ মোহাম্মদ, দেলাওয়ার হোসেন, মোহাম্মদ বেলাল প্রমুখ।

No comments

Powered by Blogger.