ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ছাত্রীর মুখে বিষ দিল সন্ত্রাসীরা!
নারায়ণগঞ্জে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এক স্কুলছাত্রীর মুখে বিষ ঢেলে দিয়েছে সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুঁড়েরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। এলাকাবাসী, পুলিশ ও ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, কুঁড়েরপাড় আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্রী শুক্রবার রাত আটটার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়। এ সময় রাসেল ও দীন ইসলামসহ ওই গ্রামের তিন বখাটে সন্ত্রাসী তাকে অপহরণ করে বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা ওই ছাত্রীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে ওই ছাত্রীর মা ঘর থেকে বের হলে সন্ত্রাসীরা তার মুখে বিষ ঢেলে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মামলার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
No comments