ফিরিয়ে দিলেন হলিউড ছবিতে অভিনয়ের প্রস্তাব
সমপ্রতি হলিউডের একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন মাধুরী দীক্ষিত। ভারতে শুটিং হবে হলিউডের এমন একটি ছবিতে অভিনয় করার জন্য মাধুরীকে প্রস্তাব দেয়া হয়েছিল। বিশাল অঙ্কের পারিশ্রমিকও দিতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দেননি ৪৪ বছর বয়সী বলিউডের এ অভিনেত্রী। ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে এক মার্কিনকে ঘিরে, যিনি স্বপ্ন দেখেন কোন একদিন বলিউডের ছবিতে অভিনয় করবেন। ছবিটির একটি স্বপ্নদৃশ্যে মাধুরীকে স্ব-চরিত্রেই অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু দৃশ্য এবং চরিত্রটি ছোট হওয়ায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এক খবরে টিএনএন জানিয়েছে, মূলত কেন্দ্রীয় চরিত্র না হওয়ার কারণেই হলিউডের এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মাধুরী। নাচে অসাধারণ, সৌন্দর্য বিচারে ক্ল্যাসিকাল মাধুরী দীক্ষিত ১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে হয়েছেন মাধুরী দীক্ষিত নেনে। বিয়ের পর স্বামী আর সন্তান নিয়ে মার্কিন মুল্লুকে ছিলেন দীর্ঘদিন। এরপর আবার দেশের টানে ফিরেছেন গত বছর। ছবি করার ব্যাপারে যথেষ্ট বাছবিচার করছেন তিনি। দেশে ফেরার পর ‘দেধ ইশকিয়া’ ছবিতে অভিনয় করেছেন। সমপ্রতি তামিল ছবি ‘কো’র রিমেকে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়েরও প্রস্তাব পেয়েছেন। বিজ্ঞাপনচিত্রের কাজসহ ছোটপর্দায়ও কাজ করছেন। কিছুদিন আগে তিনি নাচ বিষয়ক টিভি রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’র পঞ্চম মৌসুমের বিচারক হিসেবে দায়িত্ব পালনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বলা যায়, সব মিলিয়ে বলিউডে দ্বিতীয় ইনিংসটা ভালই খেলছেন মাধুরী।
No comments