এবার ভৌতিক আবহে আইটেম গানে
বলিউডের সেঙসিম্বল অভিনেত্রী মল্লিকা সেরাওয়াতের সর্বশেষ সুপারহিট আইটেম গান ছিল ‘জালেবি বাই’। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ধামাল-২’ ছবির এ আইটেম গানটি মুন্নি কিংবা শিলার জনপ্রিয়তাকে ছুঁতে না পারলেও বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিলো। এরপর একাধিক আইটেম গানের প্রস্তাব পেয়েছেন মল্লিকা। কিন্তু সেগুলো ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে সমপ্রতি নতুন একটি আইটেম গানে অংশ নিচ্ছেন এ অভিনেত্রী। এ আইটেম গানের মাধ্যমে মল্লিকা দর্শকদের সামনে আসছেন লায়লা হয়ে। ‘লায়লা লায়লা’ শিরোনামের এ গানটি স্থান পাবে ‘তেজ’ ছবিতে। ছবিটি পরিচালনা করছেন প্রিয়দর্শন। ফেব্রুয়ারির ২৯ তারিখ এ গানটির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। তবে অন্যান্য আইটেম গানের তুলনায় এ গানটি বেশ ভিন্নধর্মী। অনেকটা ভৌতিক আবহের মধ্যেই চিত্রায়িত হচ্ছে গানটি। গানটিতে ব্যাপক খোলামেলারূপেই হাজির হচ্ছেন তিনি। মল্লিকা ছাড়াও গানটিতে অংশ নিয়েছেন ছবির প্রধান অভিনেতা অজয় দেবগনও। গানটির কোরিওগ্রাফি করছেন গনেশ আচারিয়া। এদিকে, এ গানটির পরবর্তী অংশের শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যে। গানটিতে অংশ নিতে পারায় বেশ আনন্দিত মল্লিকাও। এ বিষয়ে তিনি বলেন, গানটি শুটিংয়ের কিছুদিন আগেই আমাকে প্রস্তাব করা হয়েছিলো। ছবির প্রযোজক রতন জেনের সঙ্গে অনেক ভাল সম্পর্ক আমার। সে কারণেই গানটি করতে রাজি হই। আর গানটির শুটিংয়ে অংশ নিতে গিয়ে খুবই উপভোগ করেছি। ভৌতিক আবহেই গানটির শুটিং করেছি। তাই অন্যরকম অনুভূতি ছিল। এ গানটির মাধ্যমে দর্শকরা প্রথমবারের মতো বলিউডে একেবারেই একটি ভিন্নধর্মী আয়োজনের আইটেম গান দেখতে পাবেন। আর বরাবরের মতো হট মল্লিকাকেই দর্শকরা গানটিতে আবিষ্কার করতে পারবেন। তাই অপেক্ষায় থাকুন, লায়লার জন্য।
No comments