গান নিয়ে ফিরছেন লিন্ডসে লোহান
লিন্ডসে লোহান এখন গান নিয়ে ব্যস্ত। টিএমজেড’র এক খবরে বলা হয়েছে, ‘স্যাটারডে নাইট লাইভ’ (এসএনএল) শোতে ফিরছেন লোহান। সঙ্গে নিয়ে আসছেন তার গান। এসএনএল’র মঞ্চে আবারও দেখা যাবে লিন্ডসের সংগীত প্রতিভা। তারা জানিয়েছেন, লিন্ডসেকে এসএনএল-এ একটি কোরাস গানে অংশ নিতে দেখা যাবে। তাছাড়া ‘স্যাটারডে নাইট লাইভ’র প্রোমোতেও কণ্ঠ দিয়েছেন ২৫ বছর বয়সী এ তারকা। এসএনএল’র একটি সূত্র জানায়, শুধু কোরাস কেন, অনুষ্ঠানের ফরমেটের প্রয়োজন হলে লিন্ডসেকে দিয়ে সলো গানও করানো হবে। লিন্ডসে তাতেও রাজি। এর আগেও তিনি গান করেছেন, কিন্তু মাঝের একটা কালো সময় তার কাছ থেকে অনেক কিছুই ছিনিয়ে নিয়েছে। এখন সেসব পুনরুদ্ধারে লিন্ডসে আবারও তৎপর হয়ে উঠেছেন। এজন্যই তিনি এ অনুষ্ঠানে শুধু গানই শোনাবেন না, নিজের ভুল, মাদকাসক্তি আর কারাভোগের স্মৃতিগুলো নিয়ে কথা বলবেন, ঠাট্টা করবেন এবং সবাইকে এসব থেকে দূরে থাকার পরামর্শ দেবেন। প্রসঙ্গত, এর আগে লিন্ডসে লোহানের দুটি মিউজিক অ্যালবাম বাজারে এসেছিল। প্রথমটি প্রকাশ পায় ২০০৪ সালে। লিন্ডসে লোহানের ওই ডেব্যু অ্যালবামের নাম ছিল ‘স্পিক’, যা ওই বছরের টপচার্টে দীর্ঘদিন স্থান দখল করে রেখেছিল। বিশ্বব্যাপী ওই অ্যালবামটির আড়াই মিলিয়ন কপি বিক্রি হয়। এরপর ‘এ লিটল মোর পাসোনাল’ নামে লোহানের আরও একটি অ্যালবাম বাজারে আসে। কিন্তু ডেব্যু অ্যালবামের মতো তা এতোটা সাড়া ফেলতে পারেনি। তাছাড়া লোহান তার ব্যবসাসফল ছবি ‘ফ্রিকি ফ্রাইডে’তেও একটি গান করেছিলেন। তাই এখন আবার সেই প্রতিভাটাই একটু ঝালিয়ে নিচ্ছেন তিনি।
No comments