৩৫ গরিব রোগীর চিকিসা- যুক্তরাজ্যের চিকিসক দল বিনা মূল্যে অস্ত্রোপচার করবে পঙ্গু হাসপাতালে
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যুক্তরাজ্যের চিকিৎসক দল আজ সোমবার থেকে তিন দিন অর্থোপেডিক গরিব রোগীর বিনা মূল্যে অস্ত্রোপচার করবে।
পঙ্গু হাসপাতাল সূত্র জানায়, আজ সকাল থেকে বুধবার পর্যন্ত যুক্তরাজ্যের সাত সদস্যের চিকিৎসক দল ৩৫ জন গরিব রোগীর বিনা মূল্যে অস্ত্রোপচার করবে। এসব রোগী শরীরের পশ্চাদ্ভাগ, হাঁটুর জোড়া, হাড়ে টিউমার ও পায়ের গোড়ালির সমস্যায় ভুগছেন। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ অস্ত্রোপচার চলবে। এতে পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসকেরাও অংশ নেবেন।জাতীয় অর্থোপেডিক সোসাইটির সাধারণ সম্পাদক ও পঙ্গু হাসপাতালের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল গনি মোল্যা প্রথম আলোকে বলেন, শরীরের পশ্চাদ্ভাগ ও হাঁটুর জোড়ার অস্ত্রোপচার ব্যয়বহুল। কিন্তু গরিব রোগীরা টাকা জোগাড় করতে না পেরে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। বিষয়টি মাথায় রেখে পঙ্গু হাসপাতালের পরিচালক খন্দকার আবদুল আউয়াল রিজভী গরিব রোগীদের বিনা মূল্যে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের চিকিৎসক দলের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ওই চিকিৎসক দল পঙ্গু হাসপাতালে অস্ত্রোপচারে অংশ নিতে সম্মত হয়। এরপর
রোগী বাছাই ও নিবন্ধন করা হয়। চিকিৎসার খরচ বহন করবে আকিজ গ্রুপ।
No comments