দুদকের ফাঁদে- বিআরটিএ কর্তা

স্টাফ রিপোর্টার দুর্নীতিবাজদের ধরার জন্য দুদকের পাতা ফাঁদে ধরা পড়েছেন পাবনা বিআরটিএ'র এক ইন্সপেক্টর। আমিনুল ইসলাম নামের ঐ ইন্সপেক্টর এক হাজার টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে একটি মোটরসাইকেল দোকানের মালিকের দু'টি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দিতে চুক্তিবদ্ধ হন।
অথচ, দু'টি মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি কম করে হলেও ২৫ হাজার টাকার উপরে। ব্যক্তিস্বার্থে মাত্র এক হাজার টাকার জন্য তিনি সরকারকে বাকি ২৪ হাজার টাকার রাজস্ব থেকে বঞ্চিত করেছেন বলে দুদকের সংশিস্নষ্ট কর্মকর্তার মনত্মব্য। মঙ্গলবার ঘুষের টাকা গ্রহণের সময় পাবনা বিআরটিএ অফিসে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুদকের একটি দল ইন্সপেক্টার আমিনুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করে।
বিআরটিএ'র একশ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরম্নদ্ধে ভুয়া ড্রাইভিং লাইসেন্স এবং অচল গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানের অভিযোগ পুরনো। বছরের পর বছর সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার পাশাপাশি পরিবেশের বিপর্যয় ঘটিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন অনেক বিআরটিএ কর্মকর্তা। যে কারণে, দুদকের বর্তমান চেয়ারম্যান গোলাম রহমান দুদকে যোগ দিয়েই বিআরটিএ'র দুনর্ীতিবাজ কর্মকর্তা কর্মচারী ধরার জন্য ফাঁদ পাতার সিদ্ধানত্ম নেন।

No comments

Powered by Blogger.