প্রতিশোধ জলস্নাদ হতে চাই

ফজলে নোমানী অভিলাষী মন নিয়ে চন্দ্রে ঠাঁই না পেলেও এ যেন জোছনাবঞ্চিত না হবার সুতীব্র বাসনার বহিপর্্রকাশ। অবশ্য এর পেছনে নিবিড়ভাবে জড়িয়ে আছে শ্রদ্ধা, ভালবাসা এবং প্রতিশোধস্পৃহা এই ত্রয়ীর সংমিশ্রণ।
প্রতিশোধ স্পৃহায় উন্মাদের মতো উন্মত্ত হয়েও উপায়নত্মর না থাকায় নিজেকে কৃতঘ্নদের কাতারে শামিল দেখতে পাওয়ার যন্ত্রণা থেকেও যেন মুক্তিলাভের, মানসিক আত্মতৃপ্তি লাভের প্রচেষ্টা। স্বাধীন নামে এক তরম্নণের কথা জনকণ্ঠে ছাপা হয়েছিল। যে স্বেচ্ছায় কারাবরণ করে কনডেমসেলে লুকিয়ে ঢুকে পড়ে জাতির পিতার হত্যাকা-ের প্রতিবাদ জানাতে খুনী মহিউদ্দীনকে কষে চড় মেরেছিল। এরপর কনডেমসেলে চারদলীয় জোটের আমলে রাজসিক কায়দায় অবস্থান করা খুনী চক্র তাকে ধরে নিয়ে নির্মম নির্যাতনের পর মাফ চাইতে বললে সে আবার খুনী কর্নেল ফারম্নকের মুখে থুতু ছিটিয়ে দেয়। এবার যাকে পাওয়া গেল, সে বঙ্গবন্ধু হত্যাকা-ের ফাঁসির রায় কার্যকর করার জন্য জলস্নাদ হতে প্রস্তুত।
জেলকোড অনুযায়ী যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের থেকে জলস্নাদদের প্যানেল নির্বাচন হয়ে গেছে বলে কারা কতৃপৰ সূত্রে জানা গেছে। সেৰেত্রে, তার হয়তো আপাত সম্ভাবনা নেই। সার্জেন্ট (অব) মোঃ গিয়াস উদ্দিন নামের ধানম-ি নিবাসী এক মধ্যবয়স্ক নাগরিকের অনত্মরের অকাঙ্ৰা ব্যক্ত করার জন্য তিনি অবশ্য লিখিতভাবে কারা কতৃপৰের কাছে আবেদনসহ বিভিন্ন পত্রপত্রিকায় ফ্যাক্সযোগে তাঁর জীবন বৃত্তানত্ম পাঠিয়েছেন। তাঁর দাবি, জীবনে জ্ঞানত কোন অন্যায় না করায় এই পবিত্র দায়িত্ব পাবার তিনি একজন জোর দাবিদার। পত্রিকানত্মরে ফাঁসি কার্যকর করার জন্য জলস্নাদ খোঁজার সংবাদে উৎসাহিত হয়েই তিনি জীবনবৃত্তানত্ম পাঠান। কিন্তু, তিনি এটা জানেন না যে, অপরাধীদের থেকেই জলস্নাদ নির্বাচন করার বিধান রয়েছে। আর যদি ঢালাওভাবে সারাদেশ থেকে জলস্নাদ খোঁজার বিজ্ঞাপন দেয়া হতো তাহলে আগ্রহীর সংখ্যা লাখ ছাড়িয়ে কোটিতে পেঁৗছাতে পারত! পঁচাত্তর পরবর্তী প্রজন্ম জাতির জনকের হত্যাকা-, জেলহত্যা এবং যুদ্ধাপরাধের বিচার দেখবে বলেই এবার স্বাধীনতার সরকারকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ৰমতায় বসিয়েছে। জাতি এখন অধীর আগ্রহে সেদিনের সেই ঘাতকদের ফাঁসি কার্যকর হবার মাহেন্দ্রৰণের অপেৰায় অপেৰমাণ। যার মাধ্যমে বাঙালী জাতির পাপমোচনের শুরম্ন হবে। আজ কবি বেঁচে থাকলে হয়ত নতুন করে লিখতেন _ ১৪ কোটি বাঙালীরে হে মুগ্ধ জননী/ রেখেছ বাঙালী করে মানুষ করনি।

No comments

Powered by Blogger.