এমএলএম : ধ্বংস হোক আবু লাহাবের হাত by মহসীন হাবিব

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ একজন, সজ্জন ব্যক্তি। তিনি কথায় কথায় আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন না। উগ্র সমালোচনাতেও বিশ্বাসী নন। এই বিশিষ্ট অর্থনীতিবিদ কিছুদিন আগে এটিএন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বারবার মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসার কথা বলছিলেন, এটি একটি বায়বীয় ব্যবসা।


কেন এ ব্যবসা অবাঞ্ছিত সেটাও তিনি তাঁর বিজ্ঞ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। অর্থনীতিবিদ আবুল বারকাতও এ ব্যবসা নিয়ে একাধিকবার মুখ খুলেছেন। অথচ বাংলাদেশে এই অবাঞ্ছিত, অপরাধসর্বস্ব ব্যবসাটির জমজমাট অবস্থা দেখে মনে হচ্ছে, সত্যিই দেশটির কোনো অভিভাবক নেই। যে যেখান দিয়ে যেভাবে খুশি মানুষ ঠকিয়ে, মানুষের মাথায় বাড়ি দিয়ে যাবে, তাতে দেশের দায়িত্বশীলদের কিছু যাবে আসবে না।
আগামী কয়েক দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির একটি বৈঠক হওয়ার কথা আছে, যেখানে এমএলএম ব্যবসা বিষয়ে নীতিমালা গ্রহণ করা হবে। সে বৈঠক সামনে রেখে এই এমএলএম ব্যবসা সম্পর্কে আবারও কিছু বিষয় স্মরণ করিয়ে দেওয়ার তাগিদ অনুভব করছি। কারণ ইতিমধ্যে খোঁজ পেয়েছি, এমএলএম ব্যবসা সম্পর্কে যে খসড়া তৈরি করা হয়েছে, সেটা থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বাদ দেওয়ানোর জন্য উঠেপড়ে লেগেছে এ দেশের সর্বাধিকসংখ্যক মানুষ ঠকানো ব্যক্তি এবং তাঁর কম্পানি। নতুন করে এমএলএম ব্যবসা সম্পর্কে যে আইন করার চিন্তাভাবনা চলছে, সেখানে দুটি বড় বিষয় বলা হয়েছে, যা এই ব্যবসায়ীদের টনক নাড়িয়ে দিয়েছে। একটি হলো, দৃশ্যমান নয় এমন কোনো পণ্য বা সেবা বিক্রি করতে পারবে না কম্পানি। দ্বিতীয়টি হলো, গ্রাহকদের সঙ্গে প্রতারণার দায়ে সর্বনিম্ন দুই বছর থেকে ১০ বছরের জেলসহ জরিমানার ব্যবস্থা রাখা। সরকারের বিধিবিধানকে প্রতিহত করতে সম্প্রতি ১৫টি এমএলএম কম্পানি ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামে একটি সংগঠন করেছে। সম্মেলন করে তারা জনগণের সামনে বক্তব্য দিয়ে বলেছে, ডিরেক্ট সেলিং দুর্নীতিকে শূন্য টলারেন্স দেখাবে। হাস্যকর! প্রকৃত অর্থে তারা গোপনে চাঁদা তুলে এবং তাদের হাতকে একত্রিত করে দুর্নীতির মাধ্যমে সরকারকে ঠেকাতে চাচ্ছে। এটাই তাদের কাজের ধরন।
প্রথমত বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকসহ সরকারের অন্য সংশ্লিষ্ট বিভাগগুলোর একটি বিষয় নজর দেওয়া দরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চয়ই জানেন, যে রোগটি প্রাথমিক অবস্থায় দুই টাকা দামের একটি অষুধে সেরে যায়, সে রোগ অবহেলা করে বাড়তে দিলে পরবর্তী সময়ে ভিটেমাটি বিক্রি করে তারপর সিঙ্গাপুর থেকে লাশ নিয়ে ফিরতে হয়। এর সঙ্গে একটি উদাহরণ দিলে কিছুটা পরিষ্কার হওয়া যাবে। ইউনিপে টু ইউ নামের প্রতিষ্ঠানটির যে অল্প বয়সী ব্যবস্থাপনা পরিচালক ছেলেটিকে নিয়ে এখন মন্ত্রণালয়ের পর্যন্ত মাথা গরম অবস্থা সে আমার পূর্ব পরিচিত। সেদিনের কথা, ফরিদপুর শহরে বেকার অবস্থায় দুই টাকা কাপ চা খেয়ে ঘুরে বেড়াত। একবার বাড়ি গিয়ে জানতে পারলাম সে ঢাকায় ইউনিপে টু ইউ নামের এমএলএম ব্যবসায় যোগ দিয়েছে। মাত্র ছয় মাস পর আবার বাড়ি গিয়ে জানতে পারলাম সে ৩০ লাখ টাকা মূল্যের গাড়ি কিনেছে! আরো ছয় মাস পর জানা গেল সে অনূ্যন ৫০ কোটি টাকার 'মালিক'! শুধু ফরিদপুর অঞ্চল থেকে ১০ মাসে দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে গেছে। (ঠিকই বলে এমএলএম ব্যবসায়ীরা। রাতারাতি কোটিপতি বানাতে পারে একমাত্র এই ব্যবসা। তবে একজনকে বানাতে ১০০ জনকে ঘায়েল হতে হয়) এমন মানুষও আছেন, যিনি দীর্ঘ জীবন কষ্ট করে জমানো ১৪ লাখ টাকা তুলে দিয়েছেন ছেলেটির হাতে। কী হবে এখন ওই মানুষটির, সরকারের কোনো বিভাগ তা বলতে পারবে কি? অবস্থা এখন আরো জটিল হয়ে পড়েছে। সরকার ইউনিপে টু ইউ'র ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করায় দোষটা সরকারের ওপর চাপিয়ে দেওয়ার ফুরসত তৈরি হয়েছে। দেশে আয়ের উৎস সম্পর্কে দুদকের সুস্পষ্ট আইন রয়েছে। কিন্তু কে কার খোঁজ নেয়? বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো, এখানে যেকোনোভাবে_সেটা ডাকাতি করে হোক, চুরি করে হোক অর্থের সমাগম ঘটানো গেলে সব নিয়মকানুনের ঊধর্ে্ব উঠে যাওয়া যায়।
টাকার উৎস সম্পর্কে দুদকের আইন থাকলেও প্রতারণার বিরুদ্ধে তেমন কঠোর কোনো ব্যবস্থা নেই। সে কথা ওই ছেলেটির চেয়েও ভালো জানে যারা নব্বইয়ের দশক থেকে একের পর এক কম্পানি করে, সে কম্পানি বিলুপ্ত করে আরেকটি কম্পানি করে মানুষের টাকা পকেটে পুরে মনস্টারে পরিণত হয়েছে তারা। (বাংলাদেশে এই অভিশপ্ত ব্যবসাটি আমদানি করেন শ্রীলঙ্কার বংশোদ্ভূত কানাডার নাগরিক নভরত্নম শ্রীনারায়ানা থাস। তাঁর সঙ্গে ছিলেন কানাডায় ভারতীয় চেন শপে কাজ করা দু-একজন বাংলাদেশি, যাঁরা এখন সর্বমহলে ধনকুবের হিসেবে পরিচিত) এমনকি গণমাধ্যমের বিকাশের এই যুগে তাঁরা টেলিভিশন এবং দৈনিক পত্রিকা (ফাউ টাকায়) তৈরি করে সেগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দেশের বুদ্ধিজীবী, পেশাজীবীদের অনেকে সে কারণে মুখ খুলছেন না। উল্লেখ্য, এ ব্যবসা সম্পর্কে দেশের অনেক বুদ্ধিজীবীর আগে বিশেষ ধারণা ছিল না। দেশের প্রতিশ্রুতিশীল গণমাধ্যম সে ধারণা দিয়েছে।
এ ব্যবসাটির মূলমন্ত্র হলো উৎপাদিত দ্রব্যের ডিস্ট্রিবিউটর নিয়োগ করে ডাইরেক্ট সেলিং। কিন্তু কী করছেন তারা? ট্রেনিং প্যাকেজ থেকে শুরু করে আট বছর, ১২ বছর মেয়াদে অর্থ ডিপোজিট করার প্যাকেজ ছেড়েছে, যেখানে মুখরোচক কথা শুনে মানুষ ধরা খাচ্ছে। ট্রি প্ল্যান্টেশন নামের মুখরোচক প্যাকেজের মধ্য দিয়ে কোটি কোটি টাকা নিয়ে গেছে। এসব লেনদেনের সঙ্গে ব্যাংকিংয়ের কোনো সম্পর্ক নেই! মানুষগুলো জানে না যে তাদের টাকা-পয়সার ব্যাপারে আইনগত দায়বদ্ধতা কারো নেই। তারা রিয়েল এস্টেট প্যাকেজ ছেড়েছে এবং বরিশাল, খুলনা, চট্টগ্রামে পর্যন্ত বহুতল ভবনের প্যাকেজ ছেড়েছে। আমরা কার কাছে জানতে চাইব যে তাদের গৃহসংস্থান বা রিহ্যাবের কোনো অনুমোদন আছে কি না?
দেশের লাখ লাখ মানুষ ডেসটিনির নিজস্ব তৈরি 'রুলস'-এর কাছে ধরা খেয়ে পাঁচ হাজার, ১০ হাজার টাকা শেষ পর্যন্ত ছেড়ে দিয়ে সরে পড়তে বাধ্য হয়েছেন। এই মানুষগুলো সংগঠিত হতে পারেনি। সেই টাকায় ঢাকা শহরে কয়েক শ মানুষকে টাই পরে ঘুরে বেড়াতে দেখে এটা ভাবার কোনো কারণ নেই যে এ ব্যবসায় সবাই চকচক করছে। এ বিষয় নিয়ে আমি নিবন্ধ লিখে একাধিকবার সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। বাণিজ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সাবেক প্রধান প্রয়াত সবার প্রিয় 'সাচ্চু ভাই'-এর দৃষ্টি কেড়েছিল আমার সে লেখা। তিনি এখন আর বেঁচে নেই। অসংখ্য মানুষের প্রতারিত হওয়ার হৃদয়বিদারক কাহিনী আমার ই-মেইল অ্যাকাউন্টে রয়েছে। এ কাহিনী জানিয়েছেন যাঁরা ই-মেইল করতে পারেন, তাঁরা। ভেবে দেখুন, তাহলে গ্রামবাংলার সাধারণ মানুষের সংখ্যার কথা!
পত্রিকান্তরে প্রায়ই সংবাদের শিরোনাম দেখা যায় 'এমএলএম ব্যবসার খপ্পরে দেশের লাখ লাখ মানুষ।' কিন্তু এখন পর্যন্ত দরিদ্র মানুষকে সর্বস্বান্ত করা এই ব্যবসার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আমি বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে কেউ কেউ দুর্নীতির আশ্রয় নিলেও বাংলাদেশের প্রতিটি সরকারের মুল লক্ষ্য থাকে দরিদ্র জনসাধারণ্যের বঞ্চনা লাঘব করা। তাই বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের কাছে অনুরোধ, কঠোর বিধিমালা বাস্তবায়ন করে দেশের সহজ-সরল সাধারণ মানুষকে রক্ষা করুন। যারা মানুষের কোটি কোটি টাকা নিয়ে গেছে তাদের জবাবদিহিতার সম্মুখীন করুন।

mohshinhabib@yahoo.com

No comments

Powered by Blogger.