সিরিয়ায় ব্যাপক সহিংসতা: শতাধিক নিহত
সিরিয়ায় গতকাল এক রক্তক্ষয়ী সহিংসতার ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। শুধু হোমস শহরেই ৪০ জন নিহত হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে আরও বহু মানুষ আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে নতুন এক ভিডিওচিত্রে দেখা গেছে, কমপক্ষে ৫শ’ সরকারি সেনা সদস্য আসাদবিরোধী বাহিনীতে যোগ দিয়েছে। সিরিয়ায় মানবিক সাহায্য পৌঁছে দিতে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। এ খবর দিয়েছে বিবিসি। সিরিয়ার বাবা আমোর শহরে ব্যাপক বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। সেখানে আটকা পড়েছে প্রায় ২৮ হাজার বেসামরিক মানুষ। সিরীয় সেনাবাহিনী বেসামরিক এলাকাগুলোতেও হামলা চালাচ্ছে বলে জানা গেছে। প্রেসিডেন্ট আসাদ বিরোধীদের ওপর সরকারি বাহিনীর অব্যাহত দমন-পীড়নে গত দুই সপ্তাহে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আর এজন্য পশ্চিমা বিশ্ব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার ভেটোকেই দায়ী করছে।
No comments