জাতিসংঘের পরিদর্শক দলকে ইরানের সাইটে প্রবেশে বাধা
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইরানের একটি গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিতে প্রবেশ করতে বাধা দেয়া হয়েছে তাদের একদল পরিদর্শককে। সমপ্রতি বছরগুলোতে তেহরানের দক্ষিণে অবস্থিত পারচিন নামক ওই সামরিক সাইটেই ইরান তাদের পরমাণু অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিস্ফোরকের পরীক্ষা চালিয়েছে বলে সন্দেহ করা হয়। ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি (আইএইএ) এক বিবৃতিতে বলেছে, দুই দিনের আলোচনার পর পরমাণু প্রকল্প ইস্যুতে কোন চুক্তি না করেই ইরান থেকে তাদের পর্যবেক্ষক দল ফিরে যাচ্ছে। আইএইএ’র পরিচালক জেনারেল ইউকিয়া আমানো সাইটটি পরিদর্শনের অনুরোধ না রাখায় হতাশা ব্যক্ত করেছেন। তবে, সামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে পশ্চিমা বিশ্ব যে অভিযোগ এনেছে, তা বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ইরান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
No comments