সালমার ‘ব্রেকফাস্ট প্রজেক্ট’!
নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছেন ‘ডেসপেরাডো’ ছবিখ্যাত অভিনেত্রী সালমা হায়েক। এবার সবাইকে সকালের নাস্তা করায় উদ্বুদ্ধ করবেন তিনি! এখানে তার মূল উদ্দেশ্য হবে কর্মব্যস্ত মানুষদের পুষ্টিকর খাদ্য দিয়ে নাস্তা করার প্রতি আগ্রহ সৃষ্টি করা। এ নাস্তার মেন্যুতে অবশ্যই থাকতে হবে দুধ। শুধু সালমা একা নন। এই ক্যাম্পেইনে সঙ্গে আছেন তার চার বছরের মেয়ে ভ্যালেন্টিনা। তারা শুক্রবার এক সংবাদ সম্মেলনে তাদের এ ‘ব্রেকফাস্ট প্রজেক্ট’ উদ্বোধন করেন। সেখানে সালমা ও তার মেয়ের একটি ভিডিও দেখানো হয়। তাদেরকে দেখা যায় পুষ্টিকর খাবার দিয়ে নিজেরা নাস্তা করছেন এবং সবাইকে নাস্তা করার অনুরোধ করছেন। আর নাস্তার টেবিলে সবার জন্য এক গ্লাস দুধ তো অবশ্যই রাখতে বলেছেন।
৪৫ বছর বয়সী এ অভিনেত্রী সাংবাদিকদের জানান, এই প্রজেক্টে অংশ নেয়ার উদ্দেশ্য হলো মানুষকে সঠিক এবং সুস্থ খাদ্যাভাসের প্রতি উদ্বুদ্ধ করা। তিনি বলেন, আমার অনুপ্রেরণা এবং উৎসাহে যদি কারও জীবনমান উন্নত এবং সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ হয়, তা আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে।
৪৫ বছর বয়সী এ অভিনেত্রী সাংবাদিকদের জানান, এই প্রজেক্টে অংশ নেয়ার উদ্দেশ্য হলো মানুষকে সঠিক এবং সুস্থ খাদ্যাভাসের প্রতি উদ্বুদ্ধ করা। তিনি বলেন, আমার অনুপ্রেরণা এবং উৎসাহে যদি কারও জীবনমান উন্নত এবং সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ হয়, তা আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে।
No comments