রসকারণ-পাঁচ হাজার না আট হাজার? by আব্দুল কাইয়ুম

মুক্তাঙ্গনে আট হাজার লোকের বিশাল সমাবেশ হয়েছে, কেউ বলল। অথবা কেউ বলল, মধুর ক্যানটিনে শত শত ছাত্রছাত্রী আড্ডা দিচ্ছে। সংখ্যাগুলো ঠিক কি না, তা বোঝার কোনো উপায় আছে কি? হ্যাঁ, আছে। প্রথমে দেখতে হবে, সমাবেশের লোকজন বসা ছিল, নাকি দাঁড়ানো।


চেয়ারে বসা অবস্থায় জনপ্রতি পৌনে সাত বর্গফুট, দাঁড়ানো অবস্থায় সাড়ে চার বর্গফুট জায়গা দরকার। এবার দেখতে হবে, জনসভার স্থান কত বর্গফুট। একে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করলে সমাবেশে উপস্থিত লোকসংখ্যার একটা মোটামুটি হিসাব পাওয়া যাবে। মধুর ক্যানটিনের বেলায় জনপ্রতি প্রায় ১৪ বর্গফুট জায়গা দরকার বলে ধরতে হবে। কারণ, চেয়ার-টেবিল অনেক জায়গা নিয়ে নেয়। বিলেত-আমেরিকায় এ পদ্ধতি অনুসরণ করে হিসাব বের করা হয়। ওই সব দেশে দোকানপাট, ক্লাব, রেস্তোরাঁয় সর্বোচ্চ ধারণক্ষমতা লেখা থাকে। পদ্ধতিটা হলো, মোট জায়গার পরিমাণকে জনপ্রতি ন্যূনতম জায়গার পরিমাণ দিয়ে ভাগ করা। দোকানে জনপ্রতি প্রায় সাড়ে ৫০ বর্গফুট, অফিসে জনপ্রতি প্রায় ১০০ বর্গফুট, শ্রেণীকক্ষে জনপ্রতি প্রায় ২০ বর্গফুট জায়গা দরকার বলে ধরা হয়। এরপর সহজেই বলে দেওয়া যায়, কোথায় কতজন ছিল।

No comments

Powered by Blogger.