তাণ্ডবে অচল শাবিপ্রবি
শিবিরের ডাকা ধর্মঘট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অচল হয়ে পড়ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ধর্মঘট সফল করতে চোরাগুপ্তা হামলা করে শিবির ক্যাডাররা গুরুত্বর জখম করছে সাধারণ শিক্ষার্থীদের। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হুমকিও দিচ্ছে। শিবিরের আতর্কিত হামলার ভয়ে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপস্থিত না থাকায় ক্লাস ও পরীক্ষা হচ্ছে না। ছাত্রকল্যাণ উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে আছে। এজন্য তারা ক্যাম্পাসে আসছে না। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। উলেখ্য, ১১ জানুয়ারী ছাত্রলীগ ও শিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় শিবির।
ধর্মঘট সফল করতে চোরাগুপ্তা হামলা করে শিবির ক্যাডাররা গুরুত্বর জখম করছে সাধারণ শিক্ষার্থীদের। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হুমকিও দিচ্ছে। শিবিরের আতর্কিত হামলার ভয়ে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপস্থিত না থাকায় ক্লাস ও পরীক্ষা হচ্ছে না। ছাত্রকল্যাণ উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে আছে। এজন্য তারা ক্যাম্পাসে আসছে না। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। উলেখ্য, ১১ জানুয়ারী ছাত্রলীগ ও শিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় শিবির।
No comments