বিক্ষোভ, ডিএসই ভবনের তারে আগুন
পুঁজিবাজারে লেনদেনের শুরুতে দর পতন অব্যাহত রয়েছে। অব্যাহত দরপতনের প্রতিবাদে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মতিঝিলে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন বিনিয়োগকারীরা। বেলা সাড়ে ১১টার দিকে বাজার শুরুর পর পরই ডিএসইর মূল ফটকের সামনে তারা এ বিক্ষোভ শুরু করেন। ডিএসই ভবনের ইন্টারনেটের তারে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ঢাকা স্টক এঙচেঞ্জের (ডিএসই) মূল ফটকে বিনিয়োগকারীরা তালা ঝুলিয়ে দেন। পুঁজিবাজার নিয়ে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখার দাবিতে বিনিয়োগকারীরা তালা ঝুলিয়ে দেয়। কয়েক হাজার বিনিয়োগকারী মতিঝিলের রাস্তা অবরোধ করে রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
No comments