উপনির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধিত হলেন সুচি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি পার্লামেন্ট আসনের জন্য আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিবন্ধন করেছেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্টির নেত্রী সুচি রেঙ্গুনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নির্বাচনী এলাকা কাওহমু থেকে আগামী ১লা এপ্রিল অনুষ্ঠেয় উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসন্ন উপনির্বাচনে ৪৮টি আসনে ভোট হবে। এনএলডি পার্লামেন্টে ৪০টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০১০ সালের নভেম্বরে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পান সুচি। এদিকে নেত্রী গৃহবন্দী থাকায় তার রাজনৈতিক দল এনএলডি অতীতে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। অবশ্য বর্তমানে দলটি রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন করে প্রবেশ করেছে। সুচির নিবন্ধনের সময় তাকে এক নজর দেখতে শ’ শ’ সমর্থক জড়ো হয়েছিলেন।
No comments